লিটন-হৃদয়ের ব্যাটে জয়ে শুরু বাংলাদেশের
এশিয়া কাপ-২০২৫ বড় জয় দিয়ে শুরু করলো বাংলাদেশ। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাতে ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে হংকংকে হারিয়েছে ৭ উইকেটে।
টস হেরে হংকং আগে ব্যাট করতে নেমে হংকং ২০ ওভারে ৭ উইকেটে ১৪৩ রান করে। জবাবে ১৭.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৪৪ রান তুলে জয় নিশ্চিত করে বাংলাদেশ।
রান তাড়া করতে নেমে ২৪ রানে পারভেজ হোসেন ইমনের উইকেট হারায় বাংলাদেশ। ইমন ২ চার ও ১ ছক্কায় ১৯ রান করে ফেরেন। ৪৭ রানের মাথায় আরেক উদ্বোধনী ব্যাটসম্যান তানজিদ হাসানও সাজঘরে ফেরেন ১৪ রান করে।
সেখান থেকে লিটন দাস ও তাওহীদ হৃদয় ৭০ বলে ৯৫ রানের জুটি গড়ে দলকে জয়ের বন্দরের একেবারে কাছে নিয়ে যান। ১৪২ রানের মাথায় লিটন ৬টি চার ও ১ ছক্কায় ৫৯ রান করে আউট হন। হৃদয় ১ চারে অপরাজিত ৩৫ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।
হংকংয়ের আতিক ইকবাল ২টি ও আইয়ুশ শুক্লা ১টি উইকেট নেন।
তার আগে টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ভোগান হংকংয়ের জিশান আলী, নিজাকাত খান ও ইয়াসিম মুর্তাজা। উদ্বোধনী ব্যাটসম্যান জিশান ৩টি চার ও ১ ছক্কায় করে যান ৩০ রান। নিজাকাত ২টি চার ও ১ ছক্কায় করেন ৪২ রান। আর ইয়াসিম ২ চার ও সমান সংখ্যক ছক্কায় করেন ২৮ রান। এছাড়া বাবর হায়াত ১৪ ও অতিরিক্ত খাত থেকে আসে আরও ১৪টি রান। তাতে হংকংয়ের সংগ্রহ ১৪৩ পর্যন্ত যায়।
বল হাতে বাংলাদেশের তাসকিন আহমেদ, তানজিম হাসান ও রিশাদ হোসেন ২টি করে উইকেট নেন। তবে তাসকিন খরচ করেন ৪ ওভারে ৩৮ রান, রিশাদ ৩১ রান। তানজিম দেন ৪ ওভারে ২১ রান।
পরের ম্যাচে শনিবার শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। আর মঙ্গলবার গ্রুপপর্বের শেষ ম্যাচে খেলবে আফগানিস্তানের বিপক্ষে।
ঢাকা/আমিনুল