মেসির পেনাল্টি মিস, মায়ামির হার
পেনাল্টি মিসের পর বিমর্ষ মেসি
ইন্টার মায়ামি পুরো মৌসুম অপেক্ষা করেছিল এমএলএসে প্রথম পেনাল্টি কিকের জন্য। অবশেষে সেই সুযোগ এলো স্থানীয় সময় শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে। কিন্তু হায়, ভাগ্য যেন ছলনা করল। সেরা তারকা লিওনেল মেসি পেনাল্টি মিস করতেই উল্টে গেল পুরো ম্যাচের গল্প।
নর্থ ক্যারোলাইনার শার্লটে ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে লিগের দুর্দান্ত ফর্মে থাকা শার্লট এফসির কাছে ৩-০ ব্যবধানে বিধ্বস্ত হলো মায়ামি। এ হারের পর ৪৬ পয়েন্ট নিয়ে পূর্বাঞ্চলীয় কনফারেন্সে মায়ামি নেমে গেল সপ্তম স্থানে। তাদের হাতে অবশ্য এখনও তিনটি ম্যাচ বেশি আছে। অন্যদিকে, ড্রেক ক্যালেন্ডারকে দলে ভেড়ানো শার্লট টানা নবম জয় তুলে নিয়ে আরও জমজমাট করল নিজেদের মৌসুম।
৩২ মিনিটে ম্যাচের মোড় ঘোরাতে পারতেন মেসি। ভিডিও রিভিউতে পাওয়া সেই প্রথম পেনাল্টি নিতে এগিয়ে আসেন তিনি। কিন্তু তার হালকা লফটেড শট সহজেই ঠেকিয়ে দেন শার্লট গোলরক্ষক ক্রিস্টিজান কাহলিনা। কোনো অনুমান নয়, কাহলিনা পুরোটা পড়েছিলেন, আর মেসির দুর্বল শট হয়ে গেল কেবল এক হতাশার প্রতীক।
আর পেনাল্টি মিসের ঠিক দুই মিনিট পরেই বাজিমাত শার্লটের। ইন্টার মায়ামির বাম দিক দিয়ে ঝড়ো আক্রমণ গড়ে তোলেন কেরউইন ভার্গাস। তার নিচু ক্রস ধরে গোলমুখে দারুণ ফিনিশ করেন ইদান টোক্লোমাতি।
দ্বিতীয়ার্ধ শুরু হতেই আবার আঘাত শার্লটের। ৪৭ মিনিটে উইলফ্রিড জাহার নিখুঁত থ্রু বল ধরে ব্র্যান্ড ব্রোনিকোর কাটব্যাক পাস থেকে গোল করেন টোক্লোমাতি। শেষদিকে আরও একবার স্কোরশিটে নাম লেখান তিনি। এবার স্পটকিক থেকে পূর্ণ করেন হ্যাটট্রিক। ১৮ গজ বক্সে সার্জিও বুসকেটসের ফাউলের সুযোগ নিয়ে শার্লটের হয়ে তৃতীয়বার বল জড়ান জালে।
একসময়ে মনে হয়েছিল গোল শোধের সুযোগ আসতে পারে। ৭২ মিনিটে আলেন্দের শক্তিশালী শটে আশার আলো জ্বলেছিল। কিন্তু সেটিও ঠেকিয়ে দেন দারুণ ছন্দে থাকা শার্লটের গোলরক্ষক কাহলিনা।
৭৯ মিনিটে এসে সব শেষ। টমাস “টোতো” আভিলেস দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় মায়ামি। সেখানেই শেষ হয়ে যায় তাদের লড়াইয়ের স্বপ্ন।
মায়ামিকে এখন খুব দ্রুত সামলে উঠতে হবে। মঙ্গলবার ঘরের মাঠ ফোর্ট লডারডেলের চেজ স্টেডিয়ামে লিগস কাপ ফাইনালের প্রতিপক্ষ সিয়াটল সাউন্ডার্সের মুখোমুখি হবে তারা। সেখানে নতুন করে জ্বালানি খুঁজে পেতে হবে। নইলে শিরোপার দৌড় থেকে আরও দূরে ছিটকে পড়বে মায়ামি।
ঢাকা/আমিনুল