ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ব্যাটিং ব্যর্থতায় পাকিস্তানের মামুলি সংগ্রহ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৯, ১৪ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ২২:৩৫, ১৪ সেপ্টেম্বর ২০২৫
ব্যাটিং ব্যর্থতায় পাকিস্তানের মামুলি সংগ্রহ

এশিয়া কাপের হাইভোল্টেজ ম্যাচে ভারতের বিপক্ষে ব্যাটিংটা ভালো হলো না পাকিস্তানের। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি তারা। ৬ রানেই ২ উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। শেষ পর্যন্ত শাহীন আফ্রিদির টর্নেডো ব্যাটিংয়ে ৯ উইকেটে ১২৭ রানের মামুলি সংগ্রহ পায়। জিততে ভারতকে করতে হবে ১২৮ রান।

ব্যাট হাতে পাকিস্তানের শাহিবজাদা ফারহান ৪৪ বলে ১টি চার ও ৩ ছক্কায় করেন সর্বোচ্চ ৪০ রান। মাত্র ১৬ বলে ৪ ছক্কায় দ্বিতীয় সর্বোচ্চ অপরাজিত ৩৩ রান করেন শাহীন। তার স্ট্রাইক রেট ছিল ২০৬.২৫। ফখর জামান করেন ৩ চারে ১৭ রান। এছাড়া ফাহিম আশরাফ ১১ ও সুফিয়ান মুকিম করেন ১০ রান। বাকিদের কেউ ছুঁতে পারেনি দুই অঙ্কের কোটা।

আরো পড়ুন:

বল হাতে ভারতের কুলদীপ যাদব ৪ ওভারে ১৮ রান দিয়ে ৩টি উইকেট নেন। অক্ষর প্যাটেল ৪ ওভারে ১৮ রান দিয়ে নেন ২টি উইকেট। আর জাসপ্রিত বুমরাহ ৪ ওভারে ২৮ রানে নেন আরও দুটি উইকেট।

প্রথম ম্যাচে জয় পাওয়ায় ভারত ও পাকিস্তান যে-ই জিতবে আজকের ম্যাচ তারা এগিয়ে যাবে সুপার ফোরের পথে।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়