ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ম্যাচ পরিত্যক্তর আগে হাবিবুর-সাব্বির ঝড়

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৬, ২ অক্টোবর ২০২৫  
ম্যাচ পরিত্যক্তর আগে হাবিবুর-সাব্বির ঝড়

জাতীয় ক্রিকেট লিগের বৃহস্পতিবারের দুইটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। দিনের প্রথম ম্যাচের প্রথম ইনিংস মাঠে গড়ালেও ফল বের হয়নি। দিনের দ্বিতীয় ম্যাচে একটি বলও মাঠে গড়ায়নি।

সকালে রাজশাহী ও সিলেট মুখোমুখি হয়েছিল। আগে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ১৫ ওভারে ২০০ রান করে ৪ উইকেট হারিয়ে। ব্যাট হাতে ঝড় তোলেন হাবিবুর রাহমান ও সাব্বির হোসেন। ওপেনিং জুটিতেই তারা ১০.৪ ওভারে ১৪১ রান তুলে নেন। এরপর ১৫ রানের ব্যবধানে দুইজনই ড্রেসিংরুমে ফেরেন।

আরো পড়ুন:

হাবিবুর ৩৫ বলে ৫টি করে চার ও ছক্কায় ৬৭ রান করেন। সমান বল খেলে সাব্বির ছিলেন আরো আগ্রাসী। ৪টি চার ও ৭টি ছক্কায় ৭৭ রান করেন সাব্বির। এরপর সাব্বির রাহমান ২০ ও প্রিতম কুমার ২২ রান করেন। বৃষ্টির বাগড়ায় ম্যাচ আর মাঠে গড়ায়নি। পয়েন্ট ভাগাভাগি করে সন্তুষ্ট থাকতে হয়। ৫ ম্যাচে সিলেটের পয়েন্ট ৪। সমান ম্যাচে রাজশাহীর পয়েন্ট ৩।

বিকেলে ঢাকা মেট্রো ও ঢাকা বিভাগের খেলায় একটি বলও মাঠে গড়ায়নি। তারাও পয়েন্ট ভাগাভাগি করে। ৫ ম্যাচে ঢাকা বিভাগের পয়েন্ট ৮। টেবিলের শীর্ষে আছে তারা। সমান ম্যাচে ঢাকা মেট্রোর পয়েন্ট ৫। 

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়