ঢাকা     সোমবার   ০৮ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পাকিস্তানকে ৮৮ রানে হারাল ভারত

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:৩০, ৫ অক্টোবর ২০২৫   আপডেট: ২৩:৩৩, ৫ অক্টোবর ২০২৫
পাকিস্তানকে ৮৮ রানে হারাল ভারত

নারী বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে ৮৮ রানে হারিয়েছে ভারত। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ভারত আগে ব্যাট করতে নেমে ৫০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৪৭ রান সংগ্রহ করে। জবাবে ৪৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৫৯ রান পর্যন্ত যেতে পারে পাকিস্তান।

ব্যাট হাতে একপ্রান্ত আগলে লড়াই করেন পাকিস্তানের সিদরা আমিন। তিনি ৯টি চার ও ১ ছক্কায় ৮১ রানের দারুণ এক ইনিংস খেলেন। এছাড়া নাতালিয়া পারভেজ ৪টি চারে ৩৩ ও সিদরা নওয়াজ করেন ১৪ রান। বাকিদের কেউ ছুঁতে পারেনি দুই অঙ্কের কোটা।

আরো পড়ুন:

বল হাতে ভারতের ক্রান্তি গৌড় ১০ ওভারে ৩ মেডেনসহ ২০ রান দিয়ে ৩টি উইকেট নেন। দীপ্তি শর্মা ৯ ওভারে ৪৫ রান দিয়ে নেন ৩টি উইকেট। আর স্নেহ রানা ৮ ওভারে ৩৮ রান দিয়ে নেন ২টি উইকেট।

তার আগে ভারতের ইনিংসে সর্বোচ্চ ৪৬ রান করেন হারলিন দেওল। এছাড়া বাকিদের মধ্যে অনেকেই ছোট ছোট ইনিংস খেলে অবদান রাখেন। বিশেষ করে রিচা ঘোষ ৩ চার ও ২ ছক্কায় অপরাজিত ৩৫, জেমিমাহ রদ্রিগেজ ৩২, প্রতিকা রাওয়াল ৩১, দীপ্তি শর্মা ২৫, স্মৃতি মান্দানা ২৩ ও স্নেহা ২০ রান করেন।

পাকিস্তানের ডায়ানা বেগ ১০ ওভারে ১ মেডেনসহ ৬৯ রান দিয়ে ৪টি উইকেট নেন। সাদিয়া ইকবাল ও ফাতিমা সানা নেন ২টি করে উইকেট।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়