ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিপিএলসহ তিন বিভাগের দায়িত্বে আমিনুল, ক্রিকেট পরিচালনায় ফাহিম

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৭, ৭ অক্টোবর ২০২৫  
বিপিএলসহ তিন বিভাগের দায়িত্বে আমিনুল, ক্রিকেট পরিচালনায় ফাহিম

দায়িত্ব নেয়ার পর প্রথম বোর্ড সভাতেই বিভিন্ন স্ট্যান্ডিং কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সাধারণত দুয়েকটি সভার পর বিসিবির ২৩ বিভাগ ভাগ করে দেয়া হয়। এই সময়ে চলে যাচাই-বাছাই। কিন্তু এবার বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল নিজেই সাজিয়েছেন সব কমিটি।

মঙ্গলবার (০৭ অক্টোবর) মূলতবি বৈঠকে সিদ্ধান্ত হওয়ার পর দুপুর আনুষ্ঠানিকভাবে কমিটি ঘোষণা করে বিসিবি। তবে আপাতত দুই মাসের জন্য এই কিমিটি দায়িত্ব পালন করবে।

আরো পড়ুন:

আমিনুল গুরুত্বপূর্ণ তিনটি কমিটি নিজের কাছে রেখেছেন। বিসিবির ওয়ার্কিং কমিটি, গ্রাউন্ডস কমিটি ও বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান থাকবেন তিনি। তবে সাবেক সভাপতি ও বর্তমান সহ–সভাপতি ফারুক আহমেদকে কোনো কমিটির চেয়ারম্যান করা হয়নি। ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান হিসেবে থাকছেন নাজমুল আবেদীন ফাহিমই।

এছাড়া যারা পেলেন যে দায়িত্ব পেলেনঃ
ওয়ার্কিং কমিটি- আমিনুল ইসলাম বুলবুল।
ক্রিকেট পরিচালনা বিভাগ - নাজমুল আবেদীন ফাহিম।
অর্থ কমিটি- এম নাজমুল ইসলাম, ভাইস–চেয়ারম্যান আমজাদ হোসেন।
ডিসিপ্লিনারি কমিটি- ফায়াজুর রহমান।
গেম ডেভেলপমেন্ট- ইশতিয়াক সাদেক।
টুর্নামেন্ট কমিটি- আহসান ইকবাল চৌধুরী।
বয়সভিত্তিক ক্রিকেট- আসিফ আকবর।
গ্রাউন্ডস কমিটি- আমিনুল ইসলাম বুলবুল, ভাইস চেয়ারম্যান– রাহাত সামস।
ফ্যাসিলিটিজ কমিটি- শাহনিয়ান তানিম নাভিন।
আম্পায়ার্স কমিটি- ইফতেখার রহমান।
মার্কেটিং কমিটি- শাখাওয়াত হোসেন।
মেডিকেল কমিটি- মনজুর আলম।
টেন্ডার অ্যান্ড পারচেজ কমিটি- আবুল বাশার, ভাইস–চেয়ার মো. হাসানুজ্জামান।
মিডিয়া কমিটি- আমজাদ হোসেন।
অডিট কমিটি- মুহাম্মদ মুখলেসুর রহমান।
উইমেন্স উইং- আব্দুর রাজ্জাক।
লজিস্টিকস কমিটি- ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক।
সিকিউরিটি- মেহেরাব আলম চৌধুরী।
ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস- আদনান রহমান দীপন, ভাইস–চেয়ারম্যান ফায়াজুর রহমান মিতু।
ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেটার্স কমিটি- জুলফিকার আলী খান।
হাই পারফরম্যান্স- খালেদ মাসুদ পাইলট।
বাংলাদেশ টাইগার্স- রাহাত সামস।
ওয়েলফেয়ার কমিটি- মোখছেদুল কামাল।
বিপিএল গভর্নিং কাউন্সিল- আমিনুল ইসলাম বুলবুল, মেম্বার সেক্রেটারি- ইফতেখার রহমান।

ঢাকা/ইয়াসিন/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়