ঢাকা     সোমবার   ১০ নভেম্বর ২০২৫ ||  কার্তিক ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জয় থেকে ৫৮ রান দূরে ভারত

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪০, ১৩ অক্টোবর ২০২৫  
জয় থেকে ৫৮ রান দূরে ভারত

ফলোঅন করতে নেমে জন ক্যাম্পবেল ও শেই হোপের জোড়া সেঞ্চুরিতে ভালোই লড়াই করেছে ওয়েস্ট ইন্ডিজ। তাদের ব্যাটে ভর করে দ্বিতীয় ইনিংসে ১১৮.৫ ওভারে ৩৯০ রান সংগ্রহ করে সফরকারীরা। তাতে ইনিংস ব্যবধানে হার এড়িয়ে ভারতকে ১২১ রানের টার্গেট ছুড়তে পারে ক্যারিবিয়ানরা।

সেই রান তাড়া করতে নেমে ৯ রানেই সেঞ্চুরিয়ান যসশ্বী জয়সওয়ালের উইকেট হারালেও লোকেশ রাহুল ও সাই সুদর্শন ৫৪ রানের জুটি গড়ে দিন শেষ করেন। শেষ দিনে জিততে ভারতের প্রয়োজন ৫৮ রান। রাহুল ২৫ ও সুদর্শন ৩০ রানে অপরাজিত আছেন।

আরো পড়ুন:

তার আগে ২ উইকেট হারিয়ে ১৭৩ রান তুলে তৃতীয় দিন শেষ করা ওয়েস্ট ইন্ডিজ চতুর্থ দিনে ব্যাট করতে নামে। আগের দিন ক্যাম্পবেল ৮৭ ও হোপ ৬৬ রানে অপরাজিত ছিলেন। আজ দুজনেই তুলে নেন সেঞ্চুরি। ক্যাম্পবেল ১২টি চার ও ৩ ছক্কায় ১১৫ রান করে আউট হন। আর হোপ ১২ চার ও ২ ছক্কায় ১০৩ রানে আউট হন। এরপর রোস্টন চেজ ৪০, জাস্টিন গ্রেভেস অপরাজিত ৫০ ও জয়ডেন সিলস ৩২ রানের ইনিংস খেলে দলীয় সংগ্রহকে ৩৯০ পর্যন্ত নিয়ে যান।

বল হাতে ভারতের কুলদীপ এবার ৩টি ও জাসপ্রিত বুমরাহ ৩টি উইকেট নেন। মোহাম্মদ সিরাজ নেন ২টি উইকেট।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়