ঢাকা     সোমবার   ০৮ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সহজ জয়ে পাকিস্তানকে হারাল বাংলাদেশের মেয়েরা

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৬, ৭ ডিসেম্বর ২০২৫   আপডেট: ২১:২১, ৭ ডিসেম্বর ২০২৫
সহজ জয়ে পাকিস্তানকে হারাল বাংলাদেশের মেয়েরা

আরেকটি সহজ জয়ে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। কক্সবাজারে রোববার সিরিজের তৃতীয় ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচ হেরে সিরিজ শুরু করেছিল জুনিয়র টাইগ্রেসরা। দ্বিতীয় ম্যাচে জয়ে ফিরে দল।

আজ রবিবার তৃতীয় ম্যাচে পাকিস্তানকে স্রেফ উড়িয়ে দিয়েছে বাংলাদেশের মেয়েরা। টস জিতে ব্যাটিং করতে পাকিস্তানের মেয়েরা ৮৬ রানের বেশি করতে পারেনি। স্বাগতিক দল ১৩.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। দল জিতলেও উদ্বেগের বিষয় হলো, তিন ম্যাচে রান হয়নি একদমই। এর আগে প্রথম ম্যাচে প্রথম ইনিংসে ব্যাটিং করা দল ৮৮ ও দ্বিতীয় ম্যাচে ৮০ রান এসেছিল। তৃতীয় ম্যাচেও আশির ঘরে আটকে থাকে পুঁজি। পাকিস্তানের ব্যাটিং একটুও ভালো হয়নি। অধিনায়ক ইমান নাসের ১৬ বলে ২৩ রান করেন। এছাড়া মেমোনা খালিদ ১৮, মাহনুর জেব ১২ ও জুফিশান আয়াজ ১৪ রান করেন।

আরো পড়ুন:

বাংলাদেশের বোলারদের মধ্যে ২টি করে উইকেট নেন হাবিবা ইসলাম ও ওতোশি মজুমদার। ১টি করে উইকেট নেন ফারজানা ইয়াসমিন ও জারিন তানসিম।

লক্ষ্য তাড়ায় শুরুটা ভালো ছিল না বাংলাদেশের। ৮ রানে ২ উইকেট হারায় স্বাগতিকরা। তৃতীয় উইকেটে অচেনা জান্নাত ও সাদিয়া ইসলাম ৪৫ রানের জুটি গড়েন। বাংলাদেশের হয়ে ২৮ বলে সর্বোচ্চ ৩৫ রান করেছেন অধিনায়ক সাদিয়া। ৩টি ছক্কা মারেন এই ব্যাটসম্যান। তবে ম্যাচ শেষ করে আসতে পারেননি।  অচেনা ও মায়মুনা চতুর্থ উইকটে ৩৪ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। ২৫ বলে ৩০ রান করেন অচেনা। মায়মুনা নাহারের ব্যাট থেকে আসে ৪ রান। সিরিজের শেষ দুই ম্যাচ কক্সবাজারেই ১০ ও ১২ ডিসেম্বর।

ঢাকা/ইয়াসিন/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়