ব্যাটসম্যানদের পরীক্ষায় ফেলে সিরিজ জয়ের অপেক্ষা
নাসুম আহমেদকে দলে নেওয়ার আলোচনাটা প্রথম ওয়ানডের প্রথম ইনিংসের পরপরই নাকি হয়ে গিয়েছিল। টি-টোয়েন্টি সিরিজে তিনি থাকবেনই। বাকি দুই ওয়ানডের জন্য মিরপুরের পাতা ফাঁদের অন্যতম সেরা অস্ত্র হিসেবে নাসুমকেই বিবেচনা করা হচ্ছে।
এজন্য সিলেট থেকে উড়িয়ে ঢাকায় আনা হয় বাঁহাতি স্পিনারকে। তবে তাকে একাদশে রাখা হবে কিনা তা নিশ্চিত করেননি স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ, ‘‘আগামীকাল দেড়টায় দেখতে পারবেন।’’
মঙ্গলবার দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ এক পেসার নিয়ে নামলে অবাক হওয়ার থাকবে না। মোস্তাফিজুর রহমানের সঙ্গে সৌম্য সরকারকে দ্বিতীয় পেসার হিসেবে বিবেচনা করা হচ্ছে। বাকি সব স্পিন অস্ত্র।
প্রথম ওয়ানডেতেই চূড়ান্ত ধারনা পাওয়া হয়ে গেছে পরের দুই ম্যাচে কী অপেক্ষা করছে। মিরপুরে আগামীকাল ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ দ্বিতীয় ওয়ানডে। স্পিন দূর্গে বাংলাদেশের অপেক্ষা সিরিজ জয়ের। ওয়েস্ট ইন্ডিজের সিরিজে ফেরার।
দুই দলের জন্য ‘ওপেন বুক এক্সাম’। মুখোমুখি দুই শিবিরই জানে, ২২ গজে তাদেরকে স্পিনে পরীক্ষা দিতে হবে। ব্যাটসম্যানরা রীতিমত হিমশিম খাবেন ধরেই নিয়েছেন। আর স্পিনারদের মুখে ফুটবে হাসি।
বাংলাদেশ অপেক্ষা করছে সিরিজ জয়ের। মুশতাক আহমেদের বিশ্বাস, নিজেদের ওপর বিশ্বাস রাখতে পারলেই জয় ধরা দেবে সহজে, ‘‘কোচ হিসেবে আমরা ছেলেদের নিজেদের উপর বিশ্বাস রাখতে সাহায্য করার চেষ্টা করি। বিশ্বাস সবকিছুর মূল। আমার বিশ্বাস দুর্বল হলে খেলোয়াড়রা তা গ্রহণ করবে না। আন্তর্জাতিক ক্রিকেট হলো মেজাজ এবং বিশ্বাসের বিষয়। বাংলাদেশের খুবই প্রতিভাবান খেলোয়াড় আছে, এবং তারা যেকোনো দলকে চ্যালেঞ্জ করতে পারে। আমাদের এই বিশ্বাস রাখতে হবে।’’
২০২৪ সালের পর বাংলাদেশ কোনো ওয়ানডে সিরিজ জিতেনি। মোট চারটি সিরিজ হেরেছে।আফগানিস্তানের বিপক্ষে দুইবার এবং ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার বিপক্ষে একবার করে সিরিজ হেরেছে বাংলাদেশ। এ বছর এটিই বাংলাদেশের শেষ ওয়ানডে সিরিজ। বছরের শেষটা দল রাঙাতে পারে কিনা সেটাই দেখার।
ওয়েস্ট ইন্ডিজের লড়াইটা ঘুরে দাঁড়ানোর। তারা এরই মধ্যে স্পিনে শক্তি বাড়িয়েছে। চোটের কারণে ছিটকে গেছেন শামার জোসেফ ও জেডিয়াহ ব্লেডস। কিন্তু বদলি হিসেবে এক পেসারের সঙ্গে নেওয়া হয়েছে এক স্পিনারকে। আকিল হোসেন ও র্যামন সিমন্ডস দলে এসেছেন।
দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ জয় ভিন্ন কোনো কিছু চিন্তা করছে না। দলের স্পিনার খারি পিয়েরে বলেছেন, ‘‘আমাদের জেতার জন্য যা যা করা দরকার, আমরা তা-ই করব। আমরা পরিস্থিতি সম্পর্কে সচেতন এবং পরের দুটি ম্যাচ জেতার জন্য মাঠে নামব। আমাদের মূল লক্ষ্য হলো, সঠিক জায়গায় বল করে বাংলাদেশের ব্যাটসম্যানদের চাপে রাখা।’’
দুই দলের ম্যাচ বাংলাদেশ সময় শুরু হবে দুপুর দেড়টায়।
ঢাকা/ইয়াসিন/আমিনুল