ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

লিটন ফিরলেন টি-টোয়েন্টিতে, সৌম‌্য-সাইফ উদ্দিন নেই

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৯, ২৩ অক্টোবর ২০২৫   আপডেট: ১৮:৪১, ২৩ অক্টোবর ২০২৫
লিটন ফিরলেন টি-টোয়েন্টিতে, সৌম‌্য-সাইফ উদ্দিন নেই

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম‌্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম‌্যাচের জন‌্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথম দুই টি-টোয়েন্টির জন‌্য দলে ফিরেছেন লিটন দাস। বাদ পড়েছেন সাইফ উদ্দিন। এছাড়া শেষ সিরিজে দলে ছিলেন সৌম‌্য সরকার। ভিসা জটিলতায় তিনি দলের সঙ্গে যোগ দিতে পারেননি। এবার তাকেও নেওয়া হয়নি।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ২৭, ২৯ ও ৩১ অক্টোবর তিনটি টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। এশিয়া কাপে ভারতের বিপক্ষে ম্যাচের আগে অনুশীলনে পেটের বাঁ দিকের মাংসপেশিতে টান লাগে লিটনের। এরপর ভারত ও পাকিস্তানের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ দুই ম‌্যাচ মিস করেন। সংযুক্ত আরব আমিরাতেই আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলতে পারেননি। এরপর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজেও দর্শক হয়ে ছিলেন। পুনর্বাসন প্রক্রিয়া শেষে এবার টি-টোয়েন্টি দলে ফিরলেন ডানহাতি ব‌্যাটসম‌্যান।

আরো পড়ুন:

আফগানিস্তানের বিপক্ষে দুই টি-টোয়েন্টি খেলেছিলেন সাইফ উদ্দিন। জয় পাওয়া সিরিজের তৃতীয় ম‌্যাচে বল হাতে ৩ ওভারে ১৫ রানে ৩ উইকেট নিয়ে ছিলেন দলের সেরা বোলার। ব‌্যাটিংয়ে তার নামার প্রয়োজন হয়নি। আরেকটি ম‌্যাচে ব‌্যাটিংয়ে ৪ রান ও বোলিংয়ে উইকেটশূন‌্য ছিলেন এই পেস অলরাউন্ডার। দলে ফিরে নজরকাড়া পারফরম‌্যান্স না করে আবার বাদ পড়লেন তিনি। 

বাংলাদেশ স্কোয়াড:
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, কাজী নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিদ হাসান সাকিব, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

ঢাকা/ইয়াসিন/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়