ঢাকা     মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মাশরাফি ভাই ও তামিম ভাই আমাকে অনেক সাপোর্ট করছেন: মিরাজ

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০১, ২৩ অক্টোবর ২০২৫   আপডেট: ২২:০৯, ২৩ অক্টোবর ২০২৫
মাশরাফি ভাই ও তামিম ভাই আমাকে অনেক সাপোর্ট করছেন: মিরাজ

হুট করেই গত বছর মেহেদী হাসান মিরাজকে ওয়ানডে অধিনায়ক করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নাজমুল হোসেন শান্তকে সরিয়ে এক বছরের জন‌্য তাকে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়। মিরাজের নেতৃত্বে বাংলাদেশ প্রথমবার ওয়ানডে সিরিজ জিতল। পাকাপাকি দায়িত্ব পাওয়ার পর দুটি সিরিজ হারে বাংলাদেশ। নেতৃত্ব দিয়ে তৃতীয় সিরিজে দলকে জেতানোয় যারপরনাই খুশি মিরাজ। 

সিরিজ জয় নিয়ে ম‌্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মিরাজ বলেছেন,‘‘নিশ্চিতভাবেই দল যদি ফল না করে, দায় অধিনায়কের উপরেই আসে। কিন্তু দল যখন ভালো খেলে, তখন কিন্তু অবশ্যই দলের সবাই একত্রিত হয়ে খেলার কারণেই ফল আসে। আমরা বাংলাদেশের হয়ে খেলছি এবং বাংলাদেশকে একটা জায়গায় নিয়ে যেতে চাই, এটাই হলো আমাদের লক্ষ্য।’’

আরো পড়ুন:

মিরাজের অধিনায়কত্বের শুরুটা একদমই ভালো হয়নি। শ্রীলঙ্কা সফরে ২-১ ব‌্যবধানে দল হেরে যায়। এরপর কিছুদিন আগে আফগানিস্তান বাংলাদেশকে ৩-০ ব‌্যবধানে হোয়াইটওয়াশ করে। এর আগে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে এক সিরিজে কাজ করেছেন। যেখানে ওয়েস্ট ইন্ডিজ ৩-০ ব‌্যবধানে হারায় বাংলাদেশকে। সামনে কী হবে তার জানা নেই। তবে সবাইকে নিয়ে একসঙ্গে পথ চলতে চান মিরাজ, 

‘‘আমি অত দূর পর্যন্ত এখন চিন্তা করছি না। কারণ যেহেতু আমাকে এক বছরের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে, এক বছরের ভিতর যতগুলো ম্যাচ আছে এবং বাংলাদেশকে একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য। আমাকে যখন ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছিল, তখন আমাদের টিমের পজিশন ছিল কত? ১০ নাম্বার। এখন আছে কত আমাদের? ১০-ই আছে। তার মানে আমি হ্যাঁ, মাঝখানে আমি অনেক ম্যাচ হেরেছি। দলের সবাই যদি পারফর্ম করতো, সবাই যদি সবার খেলাটা খেলতো, তাহলে হয়তো আমরা জিততে পারতাম।’’

অধিনায়কত্ব কতটা উপভোগ করছেন সেই কথা জানাতে গিয়ে মিরাজ বলেছেন, ‘‘আমার তিন নাম্বার সিরিজ চলছে। ওয়েস্ট ইন্ডিজে আমি ভারপ্রাপ্ত অধিনায়ক ছিলাম। ওই সিরিজে শান্ত অধিনায়ক ছিল, ও ইনজুরি থাকার কারণে আমি অধিনায়কত্ব করেছি। শুরুতে অবশ‌্যই একটু চাপ ছিল। এখন আমি যত (অধিনায়কত্ব)  করবো, তত আস্তে আস্তে উন্নতি হবে।‘’

মিরাজ কঠিন সময় কাটাচ্ছেন নিশ্চিতভাবেই। কঠিন এ সময়গুলোতে মিরাজ পাশে পেয়েছেন সাবেক দুই অধিনায়ক মাশরাফি ও তামিমকে। যারা ওয়ানডেতে বাংলাদেশের সফলতম অধিনায়ক। মিরাজ জানালেন, পেছন থেকে দেশের দুই কিংবদন্তি সাপোর্ট করছেন তাকে,  

‘‘আমাদের বাংলাদেশের যারা কিংবদন্তি খেলোয়াড় ছিলেরন, যারা অনেক অধিনায়কত্ব করেছেন, তারা আমাকে অনেক সাহায‌্য করছে এবং সত্যি কথা বলতে তারা পিছন থেকে আমাকে অনেক সহযোগিতা করছে, বিশেষ করে যারা বাংলাদেশের সফল অধিনায়ক। আমি যদি বলি, মাশরাফি ভাই, তিনি আমাকে অনেক সাপোর্ট করছেন এবং আমাকে বলেছে…তামিম ভাই আমাকে ফোন দিয়ে বলেছেন যে, এইভাবে এইভাবে করলে ভালো হবে।’’

‘‘আপনি যদি দেখেন, তারা কিন্তু দুইজনই বাংলাদেশের সবচেয়ে মোস্ট সাকসেসফুল ক্যাপ্টেন। এবং সত্যি কথা বলতে তারা আমাকে অনেক সাপোর্ট করছেন। এই যে দুইটা সিরিজে অনেক কিছু হয়েছে, তারা দেখেছেন এবং অনেক কথা হয়েছে। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে।’’ - বলেছেন মিরাজ। 

 

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়