ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বৃষ্টিতে ফাইনাল শুরু হতে দেরি, খেলা না হলে কি হবে?

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৫, ২ নভেম্বর ২০২৫   আপডেট: ১৬:২৩, ২ নভেম্বর ২০২৫
বৃষ্টিতে ফাইনাল শুরু হতে দেরি, খেলা না হলে কি হবে?

বৃষ্টির কারণে এখনো টস করা যায়নি ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ফাইনালের। জানা গেছে, বাংলাদেশ সময় বিকেল ৫টা থেকে ওভার কাটা শুরু হবে। আজ কমপক্ষে ২০ ওভার করে হলেও ম্যাচ শেষ করার চেষ্টা করা হবে। যদি সেটা সম্ভব না হয়, তাহলে রিজার্ভ ডেতে যাবে ম্যাচ।

২০ ওভারের যে ম্যাচ, সেটা শুরু করার শেষ সময় (বাংলাদেশ) রাত ৯টা ৩৮ মিনিট।

আরো পড়ুন:

সন্ধ্যার পরে বৃষ্টি থামতে পারে। সেক্ষেত্রে কিছু ওভার কেটে ম্যাচ শুরু হতে পারে।

বৃষ্টিতে ফাইনাল শুরু হতে দেরি, খেলা না হলে কি হবে?

নারীদের ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল আজ রোববার (০২ নভেম্বর) বিকেলে মাঠে গড়ানোর কথা ছিল। বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় নাবি মুম্বাইয়ের ডা. ডিওয়াই পাতিল স্পোর্টস একাডেমিতে শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হওয়ার কথা রয়েছে ভারত ও দক্ষিণ আফ্রিকার। কিন্তু বেরসিক বৃষ্টির কারণে খেলা মাঠে গড়ানো দূরের কথা, এখনো টসও করা সম্ভব হয়নি। বাংলাদেশ সময় বিকেল ৪টার সময়ও বৃষ্টি হচ্ছিল।

বৃষ্টির কারণে আজ যদি খেলা মাঠে গড়ানো না যায় তাহলে কি হবে? অবশ্য বৃষ্টির বিষয়টি মাথায় রেখে আগেই রিজার্ভ ডে রাখা হয়েছে। আজ সম্ভব না হলে কাল হবে ফাইনাল। যদি কালও না হয় তাহলে? সেক্ষেত্রে পয়েন্ট টেবিলে এগিয়ে থাকা দল দক্ষিণ আফ্রিকাকে কি চ্যাম্পিয়ন ঘোষণা হবে? না, তেমন কিছু হবে না। উভয় দলকেই যুগ্ম-চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।

তবে খেলা হোক আর না হোক, যে-ই যেভাবে জিতুক; নারীদের বিশ্বকাপ পাবে নতুন চ্যাম্পিয়ন। কারণ, এবার প্রথমবার ফাইনালে উঠেছে দক্ষিণ আফ্রিকার মেয়েরা। অন্যদিকে ভারত এর আগে দুইবার ফাইনাল খেললেও রানার্স-আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়