ফাইনালে টস জিতে ফিল্ডিংয়ে দ. আফ্রিকা
নাবি মুম্বাইয়ে অবশেষে বৃষ্টি থামল। আর সেই ফাঁকে টসও হয়ে গেল। নারীদের ওয়ানডে বিশ্বকাপ-২০২৫ এর মেগা ফাইনালে টস জিতেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা উলভার্ট। তিনি অবশ্য ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত জানাতে দেরি করেননি। বৃষ্টিবিঘ্নিত ফাইনালে ভারত টস হেরে আগে ব্যাট করবে। উভয় দলই আজ অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে।
টস জিতে উলভার্ট জানালেন, এই মাঠে রান তাড়া করা বেশ স্বাচ্ছন্দ্যের। তাই তিনি আশা করছেন, শুরুতে উইকেটটা একটু ধীরগতির থাকবে, যাতে তাদের নতুন বলের বোলাররা শুরু থেকেই সঠিক লেন্থ খুঁজে পেতে পারেন। দক্ষিণ আফ্রিকা একই দল নিয়েই নামছে আজ। ম্যাচটি তাদের জন্য বড় একটি সুযোগ বলে মন্তব্য করেছেন তিনি। বললেন, ‘‘এমন দর্শকপূর্ণ মাঠে খেলাটা সত্যিই বিশেষ অনুভূতি। আমাদের নতুন করে শুরু করতে হবে, তবে দল যেভাবে খেলছে, তাতে আত্মবিশ্বাসী আমরা।”
টস হেরে হারমানপ্রীত কৌর জানিয়েছেন, তিনিও টস জিতলে প্রথমে বল করার সিদ্ধান্তই নিতেন। কারণ আকাশে মেঘলা আবহাওয়া। তবে তিনি মনে করছেন, আগে ব্যাট করাও খারাপ নয়। এতে ব্যাটাররা স্বাধীনভাবে খেলতে পারবেন। তার মতে, বৃষ্টির কারণে উইকেটটা একটু স্যাঁতসেঁতে। কিন্তু পাঁচ-ছয় ওভার পর বল ভিজে গেলে আর তেমন কোনো বাড়তি সাহায্য পাবে না বোলাররা। হারমানপ্রীত আরও বলেন, “কয়েক দিন আগের ম্যাচ নিয়ে আমরা আলোচনা করেছি। তবে জানি এটা ভিন্ন ম্যাচ, বড় ম্যাচ। আমরা মুখিয়ে আছি মাঠে নামার জন্য।” ভারতও আগের ম্যাচের দল নিয়েই খেলবে আজ।
পিচ রিপোর্ট:
হালকা বাতাস বইছে, যা মেঘগুলোকে খানিকটা সরিয়ে দিয়েছে। তবুও আর্দ্রতা রয়েছে প্রায় ৭৯ শতাংশ। পিচটি স্কয়ারের মাঝখানে অবস্থান করছে। সোজা দিকে বাউন্ডারি ৬৬ মিটার, দুই পাশের বাউন্ডারি যথাক্রমে ৫৬ ও ৫৭ মিটার। মেল জোন্সের মতে, বৃষ্টির কারণে কভার দিয়ে ঢেকে রাখায় উইকেটটি নতুন বলে সুইং বোলারদের, বিশেষ করে কাপ ও রেনুকার জন্য সহায়ক হতে পারে। পিচটি অনেকটা সেই সেমিফাইনাল ম্যাচের মতোই, যেখানে ভারত মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়ার। যদিও এই স্ট্রিপটি শেষবার ব্যবহৃত হয়েছিল ভারত-নিউ জিল্যান্ড ম্যাচে। চরণি এই মাঠে অল্প কয়েকজন স্পিনারের একজন, যিনি টার্ন পেয়েছেন। দেখা যাক, আজ তিনি উইকেট থেকে কতটা সহায়তা আদায় করতে পারেন।
ফাইনালে ভারতের একাদশ:
শেফালি ভার্মা, স্মৃতি মান্ধানা, জেমিমা রদ্রিগেজ, হারমানপ্রীত কৌর (অধিনায়ক), রিচা ঘোষ (উইকেটকিপার), দীপ্তি শর্মা, আমনজোত কৌর, রাধা যাদব, ক্রান্তি গৌড়, শ্রী চরণি ও রেনুকা সিং।
ফাইনালে দক্ষিণ আফ্রিকার একাদশ:
লরা উলভার্ট (অধিনায়ক), তাজমিন ব্রিটস, আনিকে বশ, সুনে লুয়ুস, মারিজানে কাপ, আনরী ডার্কসেন, সিনালো জাফতা (উইকেটকিপার), ক্লোয়ি ট্রায়ন, নাদিন ডি ক্লার্ক, আয়াবোঙ্গা খাকা ও ননকুলুলেকো ম্লাবা।
ঢাকা/আমিনুল