ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দায়িত্ব ছেড়ে পদত‌্যাগপত্র জমা দিয়েছেন সালাহউদ্দিন

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৩, ৫ নভেম্বর ২০২৫   আপডেট: ১৬:২৩, ৫ নভেম্বর ২০২৫
দায়িত্ব ছেড়ে পদত‌্যাগপত্র জমা দিয়েছেন সালাহউদ্দিন

বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে কাজ করছেন মোহাম্মদ সালাহউদ্দিন। আদতে সিনিয়র সহকারী কোচ হলেও সালাহউদ্দিন প্রভাব খাটিয়ে প্রধান কোচ ফিল সিমন্সকে দর্শক বানিয়ে দল নিজের মতো করে পরিচালনা করছিলেন।

কিন্তু তার কাজ নিয়ে প্রবল সমালোচনা হচ্ছিল। যে আশা ও প্রত‌্যাশা নিয়ে তাকে নিয়োগ দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তার কাছাকাছিও যেতে পারেননি তিনি। সহকারী কোচের পাশাপাশি ব‌্যাটিং কোচেরও দায়িত্ব সামলে যাচ্ছিলেন। উল্টো তার সময়ে ব‌্যাটিং হয়েছে আরো ছন্নছড়া। পরিকল্পনার ঘাটতি, পারফরম‌্যান্স গড়পড়তা এবং নেতৃত্বের গুনাবলিতে একেবারে তলানিতে অবস্থান করছিলেন এসিসি ও ক্রিকেট অস্ট্রেলিয়া থেকে লেভেল থ্রি কোচিং প্রশিক্ষণ নেওয়া সালাহউদ্দিন।

স্থানীয় কোচদের মধ‌্যে সর্বোচ্চ ১০ লাখ টাকা পারিশ্রমিক নিচ্ছেন তিনি। তবে তার গ্রহণযোগ‌্যতা, সামর্থ‌্য নিয়ে প্রশ্ন উঠছিল। সালাহউদ্দিনের মেয়াদ ছিল ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত। কিন্তু আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন দুই টেস্ট ও তিন টি-টোয়েন্টির হোম সিরিজের পর আর এই দায়িত্বে থাকছেন না মোহাম্মদ সালাহউদ্দিন। নিজ থেকেই সরে যাচ্ছেন তিনি।

বিসিবিতে নিজের পদত‌্যাগপত্র জমা দিতে আজ সকালে মিরপুরে হাজির হয়েছেন। সকাল সাড়ে দশটার কিছু সময় পর ক্রিকেট পরিচালনা বিভাগে যান। সেখানে নাজমুল আবেদীন ফাহিমের কাছে পদত‌্যাগপত্র জমা দেওয়ার কথা থাকলেও তাকে পাননি। প্রধান নির্বাহী নিজামউদ্দিন সুজনকেও পাননি। তিনি আইসিসি সভায় যোগ দিতে আছেন দুবাই। পরবর্তীতে ক্রিকেট পরিচালনা বিভাগে নিজের পদত‌্যাগপত্র রেখে আসেন সালাহউদ্দিন।   

বিসিবির একটি সূত্র জানিয়েছে, ক্রিকেট পরিচালনা প্রধান নাজমুল আবেদীনের সঙ্গে গত কয়েক মাস ধরে কথাবার্তাই নাকি বন্ধ সালাহউদ্দিনের।

কেন নিজ থেকেই সরে গেলেন সালাহউদ্দিন? জানা গেছে, ব‌্যক্তিগত কারণ দেখিয়ে কোচিং পদ থেকে সালাহউদ্দিন সরে যাওয়ার সিদ্ধান্ত জানান। তবে ভেতরের খবর, সমর্থক এবং গণমাধ‌্যমের সমালোচনা নিতে পারছিলেন না তিনি। যে কারণে নিজের কাজ উপভোগ করতে পারছিলেন না। এজন‌্য এক মাসের টার্মিনেশন পিরিয়ড শেষে দায়িত্ব ছেড়ে দিতে চান সালাহউদ্দিন।

বিসিবিতে যোগদানের আগে মাসকো সাকিব ক্রিকেট একাডেমি, বিপিএল, ঢাকা লিগের একাধিক ক্লাবকে কোচিং করিয়েছেন তিনি। সামনে হয়তো তাকে আবার ঢাকা লিগে দেখা যেতে পারে।

ঢাকা/ইয়াসিন

সর্বশেষ

পাঠকপ্রিয়