ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিসিবির জিরো টলারেন্স, তদন্ত কমিটির সুপারিশে প্রয়োজনে পরিচালককেও ওএসডি

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৮, ৯ নভেম্বর ২০২৫   আপডেট: ২১:০০, ৯ নভেম্বর ২০২৫
বিসিবির জিরো টলারেন্স, তদন্ত কমিটির সুপারিশে প্রয়োজনে পরিচালককেও ওএসডি

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) যেকোন ধরনের হেনস্তার বিরুদ্ধে জিরো টলারেন্স দেখাবে বলে নিশ্চিত করেছেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। অভিযোগ প্রমাণিত হলে তাকে শাস্তির আওতায় আনার ঘোষণাও দিয়েছেন তিনি। রবিবার (০৯ নভেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কনফারেন্সের উদ্বোধনী দিনের অনুষ্ঠান শেষে বেরিয়ে সাংবাদিকদের এ কথা বলেছেন আমিনুল।

গত বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটার ও সাবেক অধিনায়ক জাহানার আলম যৌন নির্যাতনের অভিযোগ আনেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক ও টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে। একই অভিযোগ তুলেছেন বিসিবি নারী বিভাগের সাবেক ও প্রয়াত ইনচার্জ তৌহিদ মাহমুদের বিরুদ্ধেও। এছাড়া নারী বিভাগের কর্মকর্তা শরফরাজ নেওয়াজ বাবু, নারী জাতীয় দলের ম্যানেজার এস এম ফায়াজ, ফিজিও সুরাইয়া আক্তার ও কোচ মাহমুদ ইমনের বিরুদ্ধে কিছু অভিযোগ তুলেছেন অস্ট্রেলিয়ায় থাকা জাহানারা।

আরো পড়ুন:

তার অভিযোগের পরপরই একাধিক নারী ক্রিকেটাররা নিজেদের মুখ খুলতে শুরু করেছেন। এক সাক্ষাৎকারে সাবেক জাতীয় ক্রিকেটার ও কোচ রেশমা আক্তার আদুরি দাবি করেছেন, ‘‘ফাহিম স্যার। নাজমুল আবেদীন ফাহিম। অনেক মেয়ের কাছ থেকেই আমি উনার চারিত্রিক সমস্যার বিষয়ে অভিযোগ পেয়েছি। আর উনার বিরুদ্ধে চরম পক্ষপাতিত্বের অভিযোগ তো আছেই।’’ প্রসঙ্গত, নাজমুল আবেদীন ফাহিম এখন ক্রিকেট বোর্ডের পরিচালক।

আমিনুলের পাশে বসা ক্রিকেট বোর্ডের আরেক পরিচালক শাহনিয়ান তানিম বোর্ডের ভাবনা আরো পরিস্কার করে দিয়েছেন নিজের বক্তব্যে, ‘‘ডিরেক্টর হোক বা কর্মকর্তা, আমাদের তদন্ত কমিটি আছে তারা সিদ্ধান্ত দেওয়ার জন্য দায়িত্বপ্রাপ্ত। যেহেতু তদন্ত কমিটি ঘোষণা করা হয়েছে আমরা বোর্ড এখন তাদের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল। আমরা কিন্তু বোর্ড, সভাপতি কিংবা কোনো পরিচালক কোনো সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার রাখি না। তদন্ত কমিটি যদি চারজন কর্মকর্তাকে ওএসডি করতে বলে তাহলে আমরা চারজনকে ওএসডি করবো।’’

‘‘তদন্ত কমিটি কিন্তু পরিচালককে নিয়েও তদন্ত করবে। কাউকে ছেড়ে তদন্ত করবে না। যদি আমার বিরুদ্ধেও কোনো অভিযোগ উঠত তাহলে আমাকে নিয়েও তাদের তদন্ত করতে হতো। তদন্তের প্রয়োজনে যদি তারা আমাকে সরিয়ে দিতে বলে তাহলে আমাকে সরিয়ে দিতে হবে। যেই অভিযোগটা এসেছে সেটা যদি সত্যি হয় তাহলে সহ্য করা হবে না।’’

তদন্ত কমিটির সুপারিশে যেকোনো মুহূর্তে যে কাউকেই ওএসডি করতে বিসিবি বাধ্য থাকবে এমনটাই জানিয়েছেন তিনি।

ঢাকা/ইয়াসিন/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়