ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিসিবির আয়োজন সাংবাদিকদের বয়কট

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৫, ১০ নভেম্বর ২০২৫   আপডেট: ২৩:২৩, ১০ নভেম্বর ২০২৫
বিসিবির আয়োজন সাংবাদিকদের বয়কট

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সারাদেশের ক্রিকেট সংগঠকদের নিয়ে দুই দিনব্যাপী বাংলাদেশ ক্রিকেট কনফারেন্স আয়োজন করে। সোমবার সেই আয়োজনের সমাপনী অনুষ্ঠানের নিমন্ত্রণ পেয়েও প্রবেশের সুযোগ না পেয়ে আয়োজন বয়কট করেন ক্রীড়া সাংবাদিকরা। হোটেলের বাইরে অবস্থান, স্লোগান দেয়ার পর সংবাদ সম্মেলন বর্জন করেন।

বিসিবির নতুন পরিচালনা পর্ষদের প্রথম কোন বড় আয়োজন ছিল আজকের অনুষ্ঠান৷ সমাপনী দিনে বাংলাদেশের টেস্ট ক্রিকেটের যাত্রার ২৫ বছর উপলক্ষে সাবেক ক্রিকেটারদের এক ছাতার নিচে নিয়ে আসা হয়। যেখানে কেক কেটে উদযাপন করা হয় এই মাইলফলক। কিন্তু অনুষ্ঠান শেষ হয়ে যায় সংবাদমাধ্যমের উপস্থিতি ছাড়াই।

আরো পড়ুন:

সমাপনী দিনের অনুষ্ঠানে বিকেলে যোগ দেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া। তার গণমাধ্যমে কথা বলার কথা ছিল৷ কিন্তু উপস্থিত গণমাধ্যম তার সংবাদ সম্মেলন বয়কট করে৷ পরিস্থিতি সামলাতে বাইরে আসেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তাতেও কোন লাভ হয়নি। পরবর্তীতে বেশ কিছুক্ষণ হোটেলের ভেতরে অবস্থান করে গণমাধ্যমে কথা না বলে বেরিয়ে যান ক্রীড়া উপদেষ্টা৷

পরিস্থিতি সামলে আনতে বিসিবির একাধিক পরিচালক, ক্রীড়া উপদেষ্টার সহকারী সাংবাদিকদের সাথে কথা বলার চেষ্টা করেন। নানা ব্যাখ্যা দেয়ার চেষ্টা করেন। কিন্তু সাংবাদিকরা নিজেদের সিদ্ধান্তে অনড় থাকেন।

ঢাকা/ইয়াসিন/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়