ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ড্যারিল-জেমিসনে সিরিজে এগিয়ে গেল নিউ জিল্যান্ড

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৯, ১৬ নভেম্বর ২০২৫  
ড্যারিল-জেমিসনে সিরিজে এগিয়ে গেল নিউ জিল্যান্ড

টি-টোয়েন্টি সিরিজ জেতার পর ওয়ানডে সিরিজও জয় দিয়ে শুরু করল নিউ জিল্যান্ড। আজ রবিবার (১৬ নভেম্বর) বিকেলে প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৭ রানে হারিয়েছে কিউইরা।

ক্রাইস্টচার্চে নিউ জিল্যান্ড আগে ব্যাট করতে নেমে ড্যারিল মিচেলের ১১৯ রানের ইনিংসে ভর করে ৭ উইকেটে ২৬৯ রান সংগ্রহ করে। জবাবে ৬ উইকেট হারিয়ে ২৬২ রানের বেশি করতে পারেনি ক্যারিবিয়ানরা।

আরো পড়ুন:

২৫ ওভারে ২ উইকেট হারিয়ে ৮৭ রান তোলা ওয়েস্ট ইন্ডিজ, পরের ২৫ ওভারে ৪ উইকেট হারিয়ে করে ১৭৫ রান। তাদের ব্যাট করতে নামা ৮ ব্যাটসম্যানের ৭ জনই দুই অঙ্কের কোটায় রান পান। কেবল উদ্বোধনী ব্যাটসম্যান জন ক্যাম্পবেল করেন ৪ রান। কিন্তু প্রথম ২৫ ওভারে তারা যে ধীরগতিতে রান তুলেছে সেটা আর পুষিয়ে নিতে পারেনি।

ব্যাট হাতে শেরফানে রাদারফোর্ড ৫৫, জাস্টিন গ্রেভস অপরাজিত ৩৮, শেই হোপ ৩৭, কেসি কার্টি ৩২, অ্যালিক অ্যাথানেজ ২৯, রোমারিও শেফার্ড অপরাজিত ২৬ ও রোস্টন চেজ করেন ১৬ রান। শেষ ওভারে জিততে তাদের প্রয়োজন ছিল ২০ রান। শেফার্ড ও গ্রেভস ১২ রানের বেশি নিতে পারেননি।

বল হাতে নিউ জিল্যান্ডের কাইল জেমিসন ১০ ওভারে ১ মেডেনসহ ৫২ রানে ৩টি উইকেট নেন।

তার আগে নিউ জিল্যান্ডের ইনিংসে ড্যারিল ১১৮ বলে ১২টি চার ও ২ ছক্কায় ১১৯ রানের ইনিংস খেলেন। উদ্বোধনী ব্যাটসম্যান ডেভন কনওয়ে ৭টি চার ও ১ ছক্কায় করেন ৪৯ রান। এছাড়া মাইকেল ব্রাসওয়েল ৩৫ ও জ্যাক ফাউলকস করেন অপরাজিত ২২ রান।

ওয়েস্ট ইন্ডিজের জেডেন সিলস ৯ ওভারে ১ মেডেনসহ ৪১ রানে ৩টি উইকেট নেন। ম্যাথু ফোর্ড ১০ ওভারে ১ মেডেনসহ ৫৫ রানে নেন ২টি।

সেঞ্চুরি করে ম্যাচসেরা হন ড্যারিল। বুধবার নেপিওয়ারে পরের ম্যাচে মুখোমুখি হবে নিউ জিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়