পাঁচ উইকেট হারিয়ে ৯৮ রানে দিন শেষ করল আয়ারল্যান্ড
:: সংক্ষিপ্ত স্কোর || দ্বিতীয় দিন ::
বাংলাদেশ ১ম ইনিংস: ৪৭৬/১০ (১৪১.১ ওভারে)
আয়ারল্যান্ড ১ম ইনিংস: ৯৮/৫ (৩৮ ওভারে)
৫ উইকেট হারিয়ে ৯৮ রান তুলে দিন শেষ করল আয়ারল্যান্ড
প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৪৭৬ রানের জবাবে ৫ উইকেট হারিয়ে ৯৮ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছে আয়ারল্যান্ড। বাংলাদেশের চেয়ে এখনো তারা ৩৭৮ রানে পিছিয়ে আছে। লরকান টাকার ১১ ও স্টিফেন ডোহেনি ২ রানে অপরাজিত আছেন।
বাংলাদেশের হাসান মুরাদ ২টি এবং খালেদ, তাইজুল ও মিরাজ ১টি করে উইকেট নিয়েছেন।
৯৪ রানেই ৫ উইকেট নেই আয়ারল্যান্ডের
৯৪ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে বসেছে আয়ারল্যান্ড। তাইজুল ইসলামের করা ৩৪তম ওভারের প্রথম বলে এলবিডব্লিউ হন হ্যারি টেক্টর। ৩৪ বল খেলে ১ চারে ১৪ রান করেন তিনি।
মুরাদের দ্বিতীয় আঘাত, ৮৪ রানেই ৪ উইকেট নেই আয়ারল্যান্ডের
মিরাজের পর আয়ারল্যান্ড শিবিরে দ্বিতীয় আঘাত করেছেন হাসান মুরাদ। তার করা ২৭তম ওভারের পঞ্চম বলে আউট হন নতুন ব্যাটসম্যান কার্টিস ক্যাম্ফার। ৪ বল খেলে কোনো রান করতে পারেননি তিনি।
মিরাজ ফেরালেন কারমাইকেলকে
মিরাজের করা ২৬তম ওভারের পঞ্চম বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন কারমাইকেল। ৫১ বল খেলে ২ চারে ১৭ রানের বেশি করতে পারেননি তিনি।
আয়ারল্যান্ডের উদ্বোধনী জুটি সাজঘরে
১৯তম ওভারের তৃতীয় বলে আরও একটি উইকেট হারায় আয়ারল্যান্ড। দলীয় ৬৩ রানের মাথায় হাসান মুরাদের প্রথম শিকার হয়ে সাজঘরে ফেরেন অ্যান্ডি বালবির্নি। ৬০ বল খেলে ৩টি চারে ২১ রান আসে তার ব্যাট থেকে। বালবির্নি আউট হওয়ার মধ্য দিয়ে আইরিশদের উদ্বোধনী জুটি সাজঘরে ফিরল।
স্টার্লিংকে ফিরিয়ে খালেদের প্রথম আঘাত
প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৪৭৬ রানের জবাবে ব্যাট করতে নেমে ১১তম ওভারে উইকেট হারিয়েছে আয়ারল্যান্ড। দলীয় ৪১ রানের মাথায় খালেদ আহমেদের করা তৃতীয় বলে এলবিডব্লিউ হয়ে ফিরেন পল স্টার্লিং। ২৬ বল খেলে ৪টি চার ও ১ ছক্কায় ২৭ রান করে যান তিনি।
প্রথম ইনিংসে ৪৭৬ রানে অলআউট বাংলাদেশ
দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ১৪১.১ ওভারে বাংলাদেশ ৪৭৬ রানে অলআউট হয়েছে। শততম টেস্টে মুশফিক সেঞ্চুরি করেছেন (১০৬) এবং মুশফিকের মঞ্চে লিটনও সেঞ্চুরি করেছেন (১২৮)। এছাড়া মুমিনুল হক ৬৩, মিরাজ ৪৭, সাদমান ৩৫ ও জয় করেছেন ৩৪ রান।
বল হাতে অ্যান্ডি ম্যাকব্রাইন ৩৩.১ ওভারে ১০৯ রানে ৬টি উইকেট নিয়েছেন। ২টি করে উইকেট নিয়েছেন ম্যাথু হামফ্রিজ ও গ্যাভিন হোয়ে।
এবাদত ঝড়ে ৪৫০ পেরিয়ে বাংলাদেশ, ফিরলেন মুরাদ
মাত্র ১০ রানের ব্যবধানে ৩ উইকেট হারায় বাংলাদেশ। প্রথমে মিরাজ, এরপর লিটন এবং তারপর তাইজুল। তাইজুল ফেরার পর মাঠে নামেন এই টেস্টে সুযোগ পাওয়া এবাদত হোসেন। মাঠে নেমে ৫ বল খেলে কোনো রান করেননি। তবে পরের ৬ বল খেলে করেন ১৮ রান! হোয়ের করা ১৩৬তম ওভারে তিনটি চার ও এক ছক্কায় ১৮ রান তোলেন। তাতে ১৩৭ ওভার শেষে বাংলাদেশের রান দাঁড়ায় ৮ উইকেটে ৪৬৬। অবশ্য হামফ্রিজের করা ১৩৮তম ওভারের দ্বিতীয় বলে ছক্কা মারতে গিয়ে আউট হন মুরাদ। ২২ বল খেলে ১ চারে ১১ রান করেন তিনি। শেষ ব্যাটসম্যান হিসেবে এবাদতের সঙ্গে যোগ দিয়েছেন খালেদ আহমেদ।
বাংলাদেশের অষ্টম উইকেটের পতন
৪৪৩ রানের মাথায় অষ্টম উইকেট হারাল বাংলাদেশ। এবার হোয়ের বলে বোল্ড হয়েছেন তাইজুল ইসলাম। ১০ বল খেলে ৪ রান করে যান তিনি। হাসান মুরাদের সঙ্গে দশম ব্যাটসম্যান হিসেবে যোগ দিয়েছেন এবাদত হোসেন।
দুই বলের ব্যবধানে মিরাজ-লিটন সাজঘরে
৪৩৩ রানের মাথায় দুই বলের ব্যবধানে আউট হন মিরাজ ও লিটন। ১৩০তম ওভারে হোয়ের করা চতুর্থ বলে কারমাইকেলের হাতে ক্যাচ দিয়ে আউট হন মিরাজ। ১০৭ বলে ৩ চার ও ১ ছক্কায় ৪৭ রান করে যান তিনি। এরপর হামফ্রিজের করা ১৩১তম ওভারের প্রথম বলেই স্টার্লিংয়ের হাতে ক্যাচ দিয়ে আউট হন লিটন। ১৯২ বলে ৮টি চার ও ৪ ছক্কায় ১২৮ রান করেন তিনি। হাসান মুরাদ ও তাইজুল ইসলাম আছেন ক্রিজে।
লিটন-মিরাজের শতরানের জুটিতে ৪০০ পেরিয়ে বাংলাদেশ
মধ্যাহ্ন বিরতির পর পরই ৪০০ পেরিয়ে গেল বাংলাদেশ। লিটন ১১৯ ও মিরাজ ৩৯ রানে ব্যাট করছেন। ১২৬ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৪১৬ রান। ষষ্ঠ উইকেট জুটিতে লিটন ও মিরাজ দলীয় সংগ্রহে ইতোমধ্যে ১০৬ রান যোগ করেছেন ২৭.৫ ওভারে।
মুশফিকের পর লিটনের সেঞ্চুরি
নিজের শততম টেস্টে সেঞ্চুরি করে আউট হয়েছেন মুশফিক। মুশফিকের মঞ্চে সেঞ্চুরি হাঁকালেন লিটন কুমার দাসও। ২০২৪ সালের ১ সেপ্টেম্বর করেছিলেন নিজের টেস্ট ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি। আজ আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে তুলে নিয়েছেন নিজের পঞ্চম সেঞ্চুরি। ১৫৮ বলে ৭টি চার ও ২ ছক্কায় ১০২ রানের ইনিংস খেলেন তিনি।
তার সেঞ্চুরি ও মিরাজের ২৬ রানে ভর করে ১১৬ ওভার শেষে বাংলাদেশের রান দাঁড়িয়েছে ৫ উইকেটে ৩৮২।
লিটন-মিরাজে ৩৫০ পেরিয়ে বাংলাদেশ
৩১০ রানের মাথায় মুশফিক তার শততম টেস্টে সেঞ্চুরি হাঁকিয়ে আউট হওয়ার পর লিটন ও মিরাজ এগিয়ে নিতে থাকেন দলীয় সংগ্রহকে। তাদের দুজনের ব্যাটে ভর করে বাংলাদেশের সংগ্রহ ৩৫০ পেরিয়ে গেছে। লিটন ৮২ ও মিরাজ ১৮ রানে ব্যাট করছেন।
সেঞ্চুরি করে ফিরলেন মুশফিক:
আয়ারল্যান্ডের বিপক্ষে নিজের শততম টেস্টে সেঞ্চুরি করে আউট হয়েছেন মুশফিক। দলীয় ৩১০ রানের মাথায় ম্যাথু হামফ্রিজের বলে বালবির্নির হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি। যাওয়ার আগে ২১৪ বল খেলে ৫ চারে ১০৬ রান করে যান তিনি। পঞ্চম উইকেটে লিটনের সঙ্গে দলীয় সংগ্রহে ১০৮ রান যোগ করেন মুশি।
ফিফটি করা লিটন দাসের সাথে যোগ দিয়েছেন মেহেদী হাসান মিরাজ।
মুশফিকের সেঞ্চুরির পর লিটনের ফিফটি:
মুশফিকুর রহিম সেঞ্চুরি করার পরের ওভারেই ফিফটি করেন লিটন। জর্ডান নীলের বলে বাউন্ডারি হাঁকিয়ে টেস্ট ক্যারিয়ারের ২০তম ফিফটি পূর্ণ করেন লিটন। ৮৮ বলের এই ইনিংসে ৩টি চারের মার রয়েছে।
শততম টেস্টে মুশফিকের সেঞ্চুরি:
আয়ারল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ারের শততম টেস্টের দ্বিতীয় দিনে খেলতে নেমেই সেঞ্চুরি পূর্ণ করেছেন মুশফিক। ১৯৫ বল খেলে ৫ চারে তিন অঙ্কের কোটায় নাম লেখান। নাম লেখান এলিট ক্লাবে।
ঢাকা/আমিনুল