ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মুথুসামি-জানসেনের ব্যাটে দ্বিতীয় দিন দ. আফ্রিকার

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০০, ২৩ নভেম্বর ২০২৫  
মুথুসামি-জানসেনের ব্যাটে দ্বিতীয় দিন দ. আফ্রিকার

গৌহাটি টেস্টের প্রথম দিন ৬ উইকেটে ২৪৭ রান তুলে শেষ করেছিল দক্ষিণ আফ্রিকা। ভারতের ক্রিকেটপ্রেমীরা ধরেই নিয়েছিল আজ রবিবার (২৩ নভেম্বর) দ্বিতীয় দিনের প্রথম সেশনেই বাকি চারটি উইকেট তুলে নেবে বুমরাহ-জাদেজারা। আর দ্বিতীয় দিনটি রাঙিয়ে নিবে। কিন্তু না, তেমন কিছু হয়নি।

ভারতের প্রত্যাশাকে পাশে ঠেলে ২২ গড়ে দাঁড়িয়ে গেলেন দক্ষিণ আফ্রিকার মুথুসামি, জানসেন, ভেরেইনি। তাদের ব্যাটিং দৃঢ়তায় ভর করে শেষ বিকেলে ১৫১.১ ওভারে ৪৮৯ রানে অলআউট হয় প্রোটিয়ারা। সেঞ্চুরি তুলে নেন মুথুসামি (১০৯)। আর ভেরেইনি ৪৫ ও জানসেন খেলেন ৯৩ রানে দুর্দান্ত এক ইনিংস।

আরো পড়ুন:

সপ্তম উইকেটে ভেরেইনি ও মুথুসামি দলীয় সংগ্রহে যোগ করেন ৮৮ রান। দলীয় ৩৩৪ রানের মাথায় ভেরেইনি ফেরেন ৫ চারে ৪৫ রান করে। এরপর মুথুসামি ও জানসেন অষ্টম উইকেটে ১০৭ বলে দলীয় সংগ্রহে যোগ করেন ৯৭ রান। দলীয় ৪৩১ রানের মাথায় মুথুসামি আউট হন। কিন্তু যাওয়ার আগে ১০টি চার ও ২ ছক্কায় ১০৯ রানের অনবদ্য ইনিংস খেলে যান।

সেখান থেকে সিমন হারমারকে নিয়ে জানসেন নবম উইকেটে দলীয় সংগ্রহে যোগ করেন ৩১ রান। ৪৬২ রানের মাথায় হারমার ৫ রান করে ফিরলে ভাঙে এই জুটি। সেখান থেকে কেশব মহারাজকে নিয়েও লড়াই করছিলেন জানসেন। দশম উইকেটে দলীয় সংগ্রহে যোগ করেছেন মূল্যবান ২৭ রান। জানসেন সেঞ্চুরির দিকেই এগিয়ে যাচ্ছিলেন। ৯১ বলে ৬টি চার ও ৭ ছক্কায় ৯৩ রানের ইনিংস খেলেন। কিন্তু এই রানে কুলদীপ যাদবের বলে বোল্ড হয়ে যান তিনি। তাতে ৪৮৯ রানের শেষ হয় দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস।

বল হাতে ভারতের কুলদীপ ১১৫ রানে ৪টি উইকেট নেন। ২টি করে উইকেট নেন রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ সিরাজ ও জাসপ্রিত বুমরাহ।

জবাবে ভারত তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৬.১ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৯ রান তুলে দ্বিতীয় দিন শেষ করে। যশস্বী জয়সওয়াল ৭ ও লোকেশ রাহুল ২ রানে অপরাজিত আছেন। তারা দুজন আগামীকাল সোমবার তৃতীয় দিনে ব্যাট করতে নামবেন।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়