ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পিএসএল খেলতে আইপিএল ছাড়লেন ডু প্লেসিস

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৬, ২৯ নভেম্বর ২০২৫  
পিএসএল খেলতে আইপিএল ছাড়লেন ডু প্লেসিস

দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা ব্যাটসম্যান ফাফ ডু প্লেসিস এবার আইপিএল নিলামে নাম না তোলার সিদ্ধান্ত নিয়েছেন। ১৪ মৌসুম ধরে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগে খেললেও ২০২৬ মৌসুমে তাকে আর দেখা যাবে না। পরিবর্তে তিনি খেলবেন পাকিস্তান সুপার লিগে (পিএসএল)।

নিজের সোশ্যাল মিডিয়ায় ডু প্লেসিস লিখেছেন, “আইপিএলে ১৪টি মৌসুম কাটানোর পর এ বছর নিলামে নাম না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সিদ্ধান্তটা বড়, তবে পেছনে তাকালে মনে হয় এই লিগ আমাকে যা দিয়েছে, তার জন্য ভরপুর কৃতজ্ঞতা।”

আরো পড়ুন:

তিনি আরও লিখেছেন, “এই টুর্নামেন্ট আমার ক্রিকেট–যাত্রার বিশাল একটি অধ্যায়। দুর্দান্ত সতীর্থ, অসাধারণ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি এবং আবেগে ভরা দর্শক; সব মিলিয়ে আইপিএল আমাকে অগণিত মনে রাখার মতো মুহূর্ত দিয়েছে। ভারত আমাকে শিখিয়েছে, বদলে দিয়েছে, আর দিয়েছে আজীবন মনে রাখার মতো বন্ধুত্ব।”

ডু প্লেসিস ইঙ্গিত দিয়েছেন, ভবিষ্যতে আবারও আইপিএলে ফিরতে পারেন, “চৌদ্দ বছর ছোট সময় নয়। এই অধ্যায় নিয়ে আমি সত্যিই গর্বিত। ভারতের প্রতি আমার ভালোবাসা অটুট। আর এটা কোনো বিদায় নয়, আমাকে আবারও দেখবেন।”

নতুন অধ্যায় শুরুর কথা জানিয়ে তিনি বলেন, “এ বছর আমি নতুন চ্যালেঞ্জ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। খেলব পিএসএলের আসন্ন মৌসুমে। নতুন দেশ, নতুন পরিবেশ, নতুন অভিজ্ঞতা; আমি সত্যিই মুখিয়ে আছি পাকিস্তানের আতিথেয়তা উপভোগ করতে।”

আইপিএল ২০২৫–এ দিল্লি ক্যাপিটালসের হয়ে নয় ম্যাচে ২০২ রান করেছিলেন ডু প্লেসিস। নিয়মিত অধিনায়ক অক্ষর প্যাটেল ইনজুরিতে পড়লে দু’টি ম্যাচে দলকে নেতৃত্বও দেন তিনি। তবে পরের মৌসুমের নিলামের আগে তাকে ছেড়ে দেয় ফ্র্যাঞ্চাইজি।

বিদেশি খেলোয়াড়দের মধ্যে আইপিএলে চতুর্থ সর্বোচ্চ রান ডু প্লেসিসের। দিল্লির পাশাপাশি তিনি খেলেছেন চেন্নাই সুপার কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং রাইজিং পুনে সুপারজায়ান্টসের হয়ে। সিএসকের হয়ে দুইবার শিরোপাও জিতেছেন।

এর আগে ২০১৯ থেকে ২০২১ পর্যন্ত পেশোয়ার জালমি ও কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে পিএসএলে মোট ছয় ম্যাচ খেলেছেন তিনি।

আগামী বছর মার্চ–মে সময়ে আইপিএল আয়োজনের কথা রয়েছে। একই সময়ে এপ্রিল–মে মাসে বসবে পিএসএল। আর সেই ব্যস্ততার কারণেই দু’টি লিগের মধ্যে বেছে নিতে হয়েছে ডু প্লেসিসকে।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়