সিডনিতে রুট-ব্রুক ঝড়: বৃষ্টিতে প্রথম দিন শেষে স্বস্তিতে ইংল্যান্ড
অ্যাশেজের রাজকীয় ট্রফি পুনরুদ্ধারের সুযোগ অনেক আগেই হাতছাড়া হয়েছে ইংল্যান্ডের। কিন্তু আত্মসম্মান রক্ষার লড়াইয়ে ‘বাজবল’ স্টাইল থেকে পিছু হটেনি ইংল্যান্ড। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) সিরিজের শেষ টেস্টের প্রথম দিনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে কড়া জবাব দিচ্ছে বেন স্টোকসের দল। জো রুট এবং হ্যারি ব্রুকের ব্যাটে চড়ে ৩ উইকেট হারিয়ে ২১১ রান তুলে দিন শেষ করেছে সফরকারীরা। যদিও বৃষ্টির কারণে খেলার সিংহভাগ সময়ই পণ্ড হয়েছে।
টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিতে দুবার ভাবেননি ইংলিশ অধিনায়ক। ইনিংসের শুরুতেই বেন ডাকেট তার চিরচেনা আক্রমণাত্মক মেজাজে ২৭ রানের এক ক্যামিও খেলে সাজঘরে ফেরেন মিচেল স্টার্কের শিকার হয়ে। এরপর জ্যাক ক্রলি (১৬) এবং জ্যাকব বেথেল (১০) দ্রুত বিদায় নিলে কিছুটা চাপে পড়েছিল ইংল্যান্ড। অজি পেসার স্কট বোল্যান্ড ও মাইকেল নেসার লাঞ্চের আগেই ইংলিশ টপ অর্ডারকে কাঁপিয়ে দিয়েছিলেন।
মাত্র ৫৭ রানে ৩ উইকেট হারানোর পর ক্রিজে শুরু হয় রুট ও ব্রুকের অবিচ্ছিন্ন মহাকাব্য। অভিজ্ঞ জো রুট একদিকে যেমন ধীরস্থিরভাবে ইনিংস বুনেছেন, অন্যদিকে হ্যারি ব্রুক ছিলেন মারকুটে মেজাজে। ব্রুকের বেশ কিছু শট স্লিপের ফিল্ডারদের নাগাল এড়িয়ে সীমানা ছাড়া হলেও ভাগ্য আজ তার সহায় ছিল।
হ্যারি ব্রুক: ৯২ বলে ৭৮* রান (ফিফটি করেছেন মাত্র ৬৩ বলে)।
জো রুট: ১০৩ বলে ৭২* রান (ফিফটি করেছেন ৬৫ বলে)।
চতুর্থ উইকেটে এই যুগল ১৫৪ রানের এক দর্শনীয় জুটি গড়ে অস্ট্রেলীয় বোলারদের হতাশ করে ছাড়েন।
অস্ট্রেলিয়া তাদের তুরুপের তাস স্পিনার টড মার্ফিকে একাদশের বাইরে রেখে পাঁচজন পেসারের ওপর ভরসা রেখেছে। ক্যামেরন গ্রিন এবং বাউ ওয়েবস্টারের মতো অলরাউন্ডারদের নিয়ে বোলিং আক্রমণ সাজালেও রুট-ব্রুক জুটিকে টলাতে পারেননি তারা। তবে দিনের দ্বিতীয় সেশনের শেষ দিকে সিডনির আকাশ ভেঙে বৃষ্টি নামলে মাঠ ছাড়তে বাধ্য হন ক্রিকেটাররা। বৃষ্টির কারণে এদিন মাত্র ৪৫ ওভার খেলা সম্ভব হয়েছে।
প্রথম দিন শেষে স্কোরকার্ড:
ইংল্যান্ড: ২১১/৩ (৪৫ ওভার) রুট ৭২* রান, ব্রুক ৭৮* রান; স্টার্ক ১/৫৩, নেসার ১/৩৬ ও বোল্যান্ড ১/৪৮।
ঢাকা/আমিনুল