ঢাকা     শুক্রবার   ০৯ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিপিএলের পাওয়ার্ড স্পন্সর ওয়ালটন লিফট

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৩, ৮ জানুয়ারি ২০২৬  
বিপিএলের পাওয়ার্ড স্পন্সর ওয়ালটন লিফট

দেশের একমাত্র ফ্রাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) যুক্ত হলো শীর্ষ এবং স্বনামধন্য টেক জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিস-পিএলসি। টুর্নামেন্টে পাওয়ার্ড স্পন্সর হিসেবে থাকছে ওয়ালটন লিফট।

ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান দেশের ক্রিকেট, ফুটবল এবং অন্যান্য স্পোর্টসের সঙ্গে ওতপ্রতভাবে জড়িত। গত দেড় যুগেরও বেশি সময় ধরে দেশের ঘরোয়া, জাতীয় ও আন্তর্জাতিক ক্রিকেটে পৃষ্ঠপোষকতা করছে ওয়ালটন। পূর্বের ন্যায় এবারও বাংলাদেশ প্রিমিয়ার লিগে যুক্ত হলো ওয়ালটন গ্রুপ। এছাড়া টুর্নামেন্টে অংশগ্রহণকারী দল ঢাকা ক্যাপিটালসের অন্যতম স্পন্সর হিসেবেও আছে ওয়ালটন।

ছয় দলের এই প্রতিযোগিতা এরই মধ্যে দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। দেশ-বিদেশের তারকা ক্রিকেটারদের অংশগ্রহণে মাঠে উন্মাদনা ছড়াচ্ছে বেশ। ব্যাট-বলের ক্রিকেট যুদ্ধ গ্যালারির পাশাপাশি টিভির পর্দায় উপভোগ করছেন ক্রিকেট প্রেমিরা। এই উৎসবে শামিল হয়ে বাড়তি রং যুক্ত করলো টেক জায়ান্ট প্রতিষ্ঠান ওয়ালটন।

টুর্নামেন্টের অফিসিয়াল লোগোসহ মাঠে বিভিন্ন জায়গায় দেখা যাবে ওয়ালটনের বিজ্ঞাপন বোর্ড। যা মাঠের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি প্রচার ও প্রচারণায় যথেষ্ট ভূমিকা রাখবে বিশ্বাস করে সংশ্লিষ্টরা।

ঢাকা/ইয়াসিন

সর্বশেষ

পাঠকপ্রিয়