চট্টগ্রামের ডিসি পার্কে ১৪০ প্রজাতির ফুলের মেলা
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম
ট্রিপল হার্ট শেলফ
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলাধীন সলিমপুর মৌজার সাগরপাড়ে ১৯৪ একর জমির ওপর দৃষ্টিনন্দন ‘ডিসি পার্ক’। উপকূলে অবস্থিত এই পার্কে দেশি-বিদেশি ১৪০ প্রজাতির লক্ষাধিক ফুলের চারা রাখা হয়েছে। ফলে পার্কের সৌন্দর্য বেড়েছে বহুগুণ। শুক্রবার (৯ জানুয়ারি) থেকে এই পার্কে শুরু হচ্ছে মাসব্যাপী ফুলের মেলা। এবার উৎসবে যোগ দিতে আসা দর্শনার্থীদের জন্য রাখা হয়েছে জিপলাইনে চড়ার ব্যবস্থাও।
জেলা প্রশাসনের উদ্যোগে চতুর্থবারের মতো ‘চট্টগ্রাম ফুল উৎসব ২০২৬’ আয়োজন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হক উৎসব উদ্বোধন করবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে ডিসি পার্কে সংবাদ সম্মেলনে ফুল উৎসবের বিস্তারিত তুলে ধরেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের ডিসি পার্কে ফুলের পাশাপাশি নতুন আকর্ষণ হিসেবে যুক্ত করা হয়েছে জিপলাইন, ক্লাইম্বিং ট্রি, ট্রি হার্ট, বিগ ফ্লাওয়ার ট্রি, আমব্রেলা ট্রি ও ফ্লাওয়ার ট্রি। ফুলের সৌন্দর্যের পাশাপাশি দর্শনার্থীরা প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে পারবেন।
উৎসবের অন্যান্য বিশেষ আকর্ষণগুলোর মধ্যে রয়েছে মাসব্যাপী গ্রামীণ মেলা, বই উৎসব, ঘুড়ি উৎসব, পিঠা উৎসব, লেজার লাইট শো, ভিআর গেইম, মুভি শো, ভায়োলিন শো, পুতুল নাচ এবং মাল্টিকালচারাল ফেস্টিভ্যাল। এছাড়া, নাগরিক সচেতনতায় এবারের উৎসবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এর প্রচারণার জন্য একটি বিশেষ স্টল স্থাপন করা হয়েছে।
শুক্রবার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজ, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশ এবং চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
ঢাকা/রেজাউল/মাসুদ