ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সিরিয়ায় বিমান হামলায় ২২ বেসামরিক ব্যক্তি নিহত

শাহেদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩২, ২৮ ডিসেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সিরিয়ায় বিমান হামলায় ২২ বেসামরিক ব্যক্তি নিহত

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার পূর্বাঞ্চলে সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেটের দখলকৃত এলাকায় বিমান হামলায় ২২ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। বুধবার সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য জানিয়েছে।

 

সংস্থাটি জানিয়েছে, নিহতরা ইরাক সীমান্তবর্তী সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম প্রদেশ দেইর এজরের হোজনা এলাকার দুটি পরিবারের সদস্য।  হামলায় ১০ শিশুও আহত হয়েছে। তবে কোন দেশের বিমান এ হামলা চালিয়েছে তা জানা যায়নি।

 

দেইর এজর সিরিয়ার তেলসমৃদ্ধ প্রদেশ। এটি এখন পুরোপুরি আইএসের নিয়ন্ত্রণে। তবে প্রদেশের রাজধানীটি দখল করতে পারেনি আইএস। এটি আসাদ বাহিনীর দখলে রয়েছে। মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট প্রায়ই দেইর এজরে বিমান হামলা চালায়।

 

দেইর এজর ছাড়াও আলেপ্পো ও রাকায় আইএসের দখলকৃত অংশে নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সামরিক জোট, তুরস্ক, সিরিয়ার সরকারি বাহিনী ও আসাদ সরকারের ঘনিষ্ঠ মিত্র রাশিয়া।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৮ ডিসেম্বর ২০১৬/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়