ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

টেকনাফে ১ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার

সুজাউদ্দিন রুবেল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৫, ১৩ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
টেকনাফে ১ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ উপজেলায় ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার দুপুরে সাবরাং ইউনিয়নের মণ্ডলপাড়া সংলগ্ন নাফ নদী থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় বিজিবি কাউকে আটক করতে পারেনি।

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ জানান, মিয়ানমার থেকে ইয়াবার বড় চালান নাফ নদী দিয়ে বাংলাদেশে ঢুকছে এমন সংবাদ পেয়ে বিজিবির একটি দল ওই এলাকায় অভিযানে যায়।

বিজিবির উপস্থিতি টের পেয়ে ইয়াবা পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। তবে তাদের ফেলে যাওয়া বস্তার ভেতর থেকে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। উদ্ধার ইয়াবার দাম ৩ কোটি ৬০ লাখ টাকা। ইয়াবাগুলো আপাতত ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা রাখা হয়েছে এবং পরে ঊধ্বর্তন কর্মকর্তাদের উপস্থিতিতে এগুলো ধ্বংস করা হবে।



রাইজিংবিডি/কক্সবাজার/১৩ মার্চ ২০১৭/সুজাউদ্দিন রুবেল/রিশিত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়