ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৪, ২২ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় কাছিম আলী নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত।

রোববার বিকেলে চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুন্সী আব্দুল মজিদ এই রায় ঘোষণা করেন। রায়ে সাত আসামিকে অতিরিক্ত দণ্ড হিসেবে ২০ হাজার টাকা করে জরিমানা,  অনাদায়ে আরো এক বছর করে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

দণ্ডিত আসামিরা হলেন- আবদুল হামিদ, মাহবুবুর রহমান, শফিক আহমদ, আবদুস শুক্কুর, আবদুর রাজ্জাক, নজির আহমেদ ও ফয়েজ আহমদ।

মামলার আইনজীবী অ্যাডভোকেট ইমতিয়াজ মাহমুদ চৌধুরী রাইজিংবিডিকে জানান, ১৯৯৭ সালের ২ এপ্রিল সাতকানিয়া উপজেলার মির্জাখীল এলাকায় পূর্বশত্রুতার জের ধরে আসামিরা কাছিম আলীকে পিটিয়ে হত্যা করেন। এই ঘটনায় কাছিম আলীর স্ত্রী মজলিস খাতুন বাদী হয়ে সাতজনকে আসামি করে সাতকানিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। ১৯৯৮ সালের ১০ জানুয়ারি পুলিশ এই মামলার অভিযোগপত্র দাখিল করে।



রাইজিংবিডি/চট্টগ্রাম/২২ অক্টোবর ২০১৭/রেজাউল/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়