ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ভাঙ্গুরায় ট্রেনের ধাক্কায় এনজিও কর্মী নিহত

শাহীন রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:২৫, ২১ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভাঙ্গুরায় ট্রেনের ধাক্কায় এনজিও কর্মী নিহত

ফাইল ফটো

পাবনা প্রতিনিধি : জেলার ভাঙ্গুরায় ট্রেনের ধাক্কায় শরিফুল ইসলাম (২৩) নামে এক এনজিও কর্মী নিহত হয়েছেন। শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার কৈডাঙ্গা রেলব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শরিফুল ইসলাম বগুড়ার শিবগঞ্জ উপজেলার দক্ষিণ শ্যামপুর গ্রামের ইয়াছিন আলীর ছেলে। তিনি সিরাজগঞ্জের শাহজাদপুর এলাকার স্থানীয় একটি এনজিও’র মাঠকর্মী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার কৈডাঙ্গা এলাকার স্থানীয় একটি মসজিদে মাগরিবের নামাজ আদায় করে শরিফুল ইসলামসহ কয়েকজন কৈডাঙ্গা রেলসেতুর পশ্চিম পাশ থেকে পূর্বদিকে পায়ে হেঁটে পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে রাজশাহী গামী আন্তঃনগর সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন চলে আসলে অন্যরা সেতু পার হতে পারলেও শরিফুল ইসলাম ট্রেনের ধাক্কায় ছিটকে নিচে পড়ে যান।

এতে ঘটনাস্থলেই শরিফুলের মৃত্যু হয়। স্থানীয়রা লাশ উদ্ধার করে পুলিশে খবর দেন। পরে রাত ১০টার দিকে লাশ নিয়ে যায় পুলিশ।

ভাঙ্গুরা থানার ওসি (তদন্ত) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম বলেন, ‘শরিফুল ইসলাম কানে কম শুনতেন। রেলসেতু পার হওয়ার সময় তিনি ট্রেন আসার শব্দ না শোনায় সম্ভবত এ ঘটনা ঘটেছে।

খবর পেয়ে রাতে পরিবারের লোকজন থানায় আসেন। কোন অভিযোগ না থাকায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করে স্বজনদের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।’




রাইজিংবিডি/২১ এপ্রিল ২০১৮/শাহীন রহমান/এনএ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়