ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ভিক্ষুকমুক্ত ইউনিয়ন জালালাবাদ

বাদল সাহা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৩৭, ১১ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভিক্ষুকমুক্ত ইউনিয়ন জালালাবাদ

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জ সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নকে ভিক্ষুকমুক্ত ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার।

ভিক্ষুকদের জীবিকা নির্বাহের বিকল্প ব্যবস্থা হিসাবে ওই ইউনিয়নের ৭ জন পেশাদার ভিক্ষুকের একজনকে একটি দোকান করে দিয়েছেন, অন্য ৬ জনকে দিয়েছেন চারটি করে ছাগল।

জালালাবাদ ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে সোমবার বিকেলে ৭ ভিক্ষুকের হাতে ছাগল ও দোকানের মালামাল তুলে দেওয়া হয়। জেলা প্রশাসক জানান, পর্যায়ক্রমে গোপালগঞ্জের সকল ইউনিয়নকে ভিক্ষুকমুক্ত করা হবে।

এ সময় গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা.শাম্মী আক্তার, সদর উপজেলা সমাজসেবা অফিসার সুলতানা জাহিদ পারভীন, জালালাবাদ ইউপি চেয়ারম্যান এম সুপারুল আলম টিকে, গোপীনাথপুর ইউপি চেয়ারম্যান শরীফ আমিনুল হক লাচ্চুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

 


রাইজিংবিডি/গোপালঞ্জ/১১ সেপ্টেম্বর ২০১৮/বাদল সাহা/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়