ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

গ্রাম পুলিশদের এক দফা দাবি

বাদল সাহা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৫৪, ২৩ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গ্রাম পুলিশদের এক দফা দাবি

গোপালগঞ্জ প্রতিনিধি: দেশে বর্তমানে ৪৫ হাজার ৬৭০ গ্রাম পুলিশ নিরাপত্তার কাজে নিয়োজিত। যে ভাতা তাদের দেওয়া হয় তাতে পরিবারের ভরণপোষণ খুবই কষ্টের। তাই জাতীয় বেতন স্কেলের দাবি তাদের।

জাতীয় বেতন স্কেলের এক দফা দাবিতে গোপালগঞ্জেও পালিত হলো মানববন্ধন ও স্মারকলিপি পেশের কর্মসূচী। বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন, গোপালগঞ্জ শাখা বুধবার এ কর্মসূচী পালন করে।

গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কের উপর দাঁড়িয়ে হাতে হাত ধরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করেন গ্রাম পুলিশ সদস্যরা। তারা এসময় জাতীয় বেতন স্কেলের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন, গোপালগঞ্জ শাখার সভাপতি মো: আমানত বিশ্বাস ও সাধারণ সম্পাদক মো: আখেরুজ্জামান ।

বক্তারা বর্তমানে প্রদত্ত ভাতায় পরিবার নিয়ে খুব কষ্টে দিনাতিপাত করছেন বলে জানান।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেন। এ কর্মসূচীতে জেলার ৫ উপজেলার কয়েকশত গ্রাম পুলিশ অংশ নেন।



রাইজিংবিডি/ গোপালগঞ্জ/২৩ মে ২০১৯/বাদল সাহা/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়