ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

গ্রেপ্তারের পর মালি প্রেসিডেন্টের পদত্যাগ

ইন্টারন্যাশনাল ডেস্ক: || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৭, ১১ ডিসেম্বর ২০১২   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গ্রেপ্তারের পর মালি প্রেসিডেন্টের পদত্যাগ

রাইজিংবিডি২৪.কম:

পশ্চিম আফ্রিকার দেশ মালির প্রধানমন্ত্রী চেইক মোদিবো দিয়ারা সেদেশের সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হওয়ার কয়েক ঘণ্টা পর পদত্যাগ করেছেন। গতকাল সোমবার ফ্রান্সে যাওয়ার সময় তাঁকে রাজধানী বামাকো থেকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আজ মঙ্গলবার বিবিসি অনলাইনের খবরে এ কথা জানানো হয়।
গ্রেপ্তারের কয়েক ঘণ্টা পর রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে পদত্যাগের ঘোষণা দেন প্রধানমন্ত্রী দিয়ারা। ভাষণে তিনি বলেন, দেশে স্থিতিশীলতা ও শান্তি রক্ষায় তিনি পদত্যাগ করেছেন। তাঁর সরকারও পদত্যাগ করেছে। সেনাবাহিনীর ভাষ্য, দেশে বিদ্যমান অস্থিতিশীলতা উসকে দিতে দেশ ছেড়ে পালাচ্ছিলেন প্রধানমন্ত্রী দিয়ারা। তবে প্রধানমন্ত্রীর একজন ঘনিষ্ঠ সহযোগী বলেন, স্বাস্থ্য পরীক্ষার জন্য ফ্রান্স যাচ্ছিলেন দিয়ারা। দিয়ারাকে গ্রেপ্তারের সময় তাঁর বাসভবনের দরজা ভেঙে ফেলা হয় এবং তাঁকে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
সেনাবাহিনীর মুখপাত্র বাকারি মারিকো জানান, আজ মঙ্গলবার তাঁকে রাজধানী বামাকোর পার্শ্ববর্তী কাতি এলাকার একটি সামরিক ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়েছে। চলতি বছরের মার্চ মাসে সামরিক অভ্যুত্থানের কারণে মালিতে যে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, তা নিয়ন্ত্রণে আগস্টে একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। এ সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন চেইক মোদিবো দিয়ারা।
দায়িত্ব নেওয়ার পর তিনি উত্তরাঞ্চল থেকে ইসলামি জঙ্গি সংগঠন ও তুয়ারেগ বিদ্রোহীদের হটাতে পশ্চিম আফ্রিকার দেশগুলোকে অভিযান পরিচালনা করার অনুমতি দেন। তবে দিয়ারার গ্রেপ্তার ও অন্তর্বর্তী সরকারের পদত্যাগ দেশটিতে নতুন করে বিশৃঙ্খলার সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ