ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু ১১ জানুয়ারি

ইন্টারন্যাশনাল ডেস্ক: || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৫৯, ১৩ ডিসেম্বর ২০১২   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু ১১ জানুয়ারি

রাইজিংবিডি২৪.কম:

তাবলিগ জামাত আয়োজিত দেশের বৃহত্তম ধর্মীয় সমাবেশ বিশ্ব ইজতেমা এবারও দুই দফায় সম্পন্ন হবে। প্রথম দফায় ১১-১৩ জানুয়ারি এবং দ্বিতীয় দফায় ১৮-২০ জানুয়ারি ইজতেমা অনুষ্ঠিত হবে। লাখ লাখ মুসল্লিকে স্বাগত জানাতে আয়োজকরা টঙ্গীর তুরাগ তীরে অবস্থিত ইজতেমা মাঠের প্রস্তুতি প্রায় শেষ করে এনেছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে  বুধবার অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর সাংবাদিকদের বলেন, ইজতেমার আয়োজনে আগের বছরগুলোর মতো সার্বিক প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে।


সূত্রমতে, এবারও বিশ্ব ইজতেমায় বিশ্বের প্রায় ১০০টি দেশের ২৫ হাজার মুসল্লি যোগ দিতে পারেন। এবারও আগের বছরের মতো বিদেশী অতিথিদের ইজতেমার জন্য ভ্রমণ ভিসা দেয়া হবে। তবে নিরাপত্তাসহ বিভিন্ন কারণে কাউকেই ৩০ দিনের বেশি ভিসা দেয়া হবে না। যদিও ভিসা দেয়ার ক্ষেত্রে কোনো দেশের ব্যাপারে কোনো ধরনের কড়াকড়ি আরোপ করা হবে না।


জানা গেছে, আখেরি মোনাজাতসহ পুরো বিশ্ব ইজতেমার দুই দফা নিরাপত্তার জন্য ১০ হাজারের বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হবে।

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়