ঢাকা     বুধবার   ০৮ মে ২০২৪ ||  বৈশাখ ২৫ ১৪৩১

২৮-৩১ ডিসেম্বর ব্যাংকে লেনদেন বন্ধ থাকবে

নাসির উদ্দিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫৪, ১৯ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
২৮-৩১ ডিসেম্বর ব্যাংকে লেনদেন বন্ধ থাকবে

অর্থনৈতিক প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ, সাপ্তাহিক ছুটি ও ব্যাংক হলিডে উপলক্ষে আগামী ২৮ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের সব ব্যাংকে লেনদেন বন্ধ থাকবে।

গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক থেকে এ বিষয়ে সার্কুলার জারি করা হয়েছে।

সার্কুলারে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের ‘ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন’ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে সব বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

নির্দেশনায় ৩১ ডিসেম্বর যথারীতি ব্যাংক হলিডে অপরিবর্তিত থাকবে বলে জানানো হয়েছে। ছুটি শেষে আগামী ১ জানুয়ারি ব্যাংক খুলবে।

এদিকে টানা ছুটি ও ৩০ ডিসেম্বর নির্বাচন উপলক্ষে ২৭ ডিসেম্বরের (বৃহস্পতিবার) মধ্যে চলতি বছরের ব্যাংকের বার্ষিক হিসাব চূড়ান্ত করতে নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।





রাইজিংবিডি/ঢাকা/১৯ ডিসেম্বর ২০১৮/নাসির/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়