ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

গ্রন্থমেলায় ‘ফাগুন দিনের আগুন ছড়া’

তারা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৪, ৬ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গ্রন্থমেলায় ‘ফাগুন দিনের আগুন ছড়া’

সাহিত্য ডেস্ক: গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে ছড়াকার সঞ্জয় সরকারের দ্বিতীয় ছড়াগ্রন্থ ‘ফাগুন দিনের আগুন ছড়া’। বিভাস প্রকাশনী থেকে প্রকাশিত বইটির ভূমিকা লিখেছেন ছড়াকার প্রবীর বিকাশ সরকার। প্রচ্ছদ এঁকেছেন ধ্রুব এষ।  বইটিতে মোট ৬২টি ছড়া রয়েছে। মূল্য ২০০ টাকা। মেলায় বিভাস-এর ৫৭৪-৫৭৫ নং স্টলে বইটি পাওয়া যাবে।

ছড়াগুলো আমাদের চারপাশের বাস্তব চালচিত্র থেকে নেয়া। মানুষের চলমান জীবনযাপন, চিন্তাভাবনা, অভাব, অনটন, অন্যায়, অপরাধ, দুনীর্তি, অনিয়ম, রাজনৈতিক দাঙ্গা, অবক্ষয় ছাড়াও সমকালীন পরিবর্তনের চিত্র ফুটে উঠেছে। এই সামাজিক অনুষঙ্গগুলো বিচিত্র রসে রঞ্জিত, হাস্যকর, ব্যঙ্গাত্মকরূপে আঁকার অদ্ভুত এক দক্ষতা সহজেই পাঠক মনকে নাড়া দেবে।

সঞ্জয় সরকার দীর্ঘদিন ধরে ছড়া লিখছেন। জাতীয় পত্রপত্রিকা, বিভিন্ন ম্যাগাজিনে তার ছড়া প্রকাশিত হয়েছে। ছড়া সাহিত্যে ২০১৭ সালে তিনি জলসিঁড়ি সম্মাননা পেয়েছেন। এছাড়া লোকসাহিত্য সংগ্রাহক হিসেবে পেয়েছেন বাউল রশিদ উদ্দিন পুরস্কার-২০১৭।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/৬ ফেব্রুয়ারি ২০১৯/তারা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়