ঢাকা     বুধবার   ০৮ মে ২০২৪ ||  বৈশাখ ২৫ ১৪৩১

আয়ারল্যান্ডের ঐতিহাসিক টেস্টের সময়সূচি ঘোষণা

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৮, ২৭ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আয়ারল্যান্ডের ঐতিহাসিক টেস্টের সময়সূচি ঘোষণা

ক্রীড়া ডেস্ক : জুন মাসে একাদশ ও দ্বাদশ দেশ হিসেবে টেস্ট মর্যাদা পায় আয়ারল্যান্ড ও আফগানিস্তান। এই দুটি দেশ তাদের ক্রিকেট ইতিহাসের প্রথম টেস্ট খেলার অপেক্ষায় আছে।

আগেই জানা গিয়েছিল পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক প্রথম টেস্টটি খেলবে আয়ারল্যান্ড। আজ শুক্রবার বোর্ড মিটিংয়ে সেই টেস্টের সময়সূচিও নির্ধারণ করেছে ক্রিকেট আয়ারল্যান্ড। ২০১৮ সালের মে মাসের ১১-১৫ তারিখ অনুষ্ঠিত হবে আয়ারল্যান্ডের ক্রিকেট ইতিহাসের প্রথম টেস্টটি। যদিও এই টেস্টের ভেন্যু এখনো নির্ধারিত হয়নি। তবে ডাবলিনের ম্যালাহাইড ঐতিহাসিক টেস্ট ভেন্যু হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছে। বিবেচনায় রাখা হয়েছে বেলফাস্টের স্ট্রোমন্ট ও ডারির ব্রেডিকেও। আগামী সপ্তাহেই ভেন্যু চূড়ান্ত করবে ক্রিকেট আয়ারল্যান্ড।

যেহেতু তাদের ক্রিকেট ইতিহাসের প্রথম টেস্ট তাই তারা এমন ভেন্যু নির্বাচন করবে না যেটা আবহাওয়াজনিত ঝুঁকিতে থাকবে।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৭ অক্টোবর ২০১৭/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়