ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

ত্রিশ গুলির আঘাতে বেঁচে যাওয়া বিড়াল!

শাহিদুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৬, ১৯ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ত্রিশ গুলির আঘাতে বেঁচে যাওয়া বিড়াল!

শাহিদুল ইসলাম: পর পর কয়েকটি গুলির শব্দে চমকে উঠলেন ইংল্যান্ডের পূর্বাঞ্চলীয় কাউন্টি এসেক্সের আরদলেই শহরের বাসিন্দা ডগ টাউ। পরমুহূর্তে নিজেকে সামলে নিয়ে ভাবলেন হয়ত কোনো শখের শিকারি পাখি শিকার করছে। তবে যে বন্দুকের গুলিকে তিনি শিকারির গুলি বলে স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন, সেই গুলি দিয়ে যে তার প্রিয় বিড়ালটির দেহ ক্ষতবিক্ষত করে দেওয়া হয়েছে তা তিনি কল্পনাও করেননি।

তবে সৃষ্টিকর্তা যাকে বাঁচিয়ে রাখতে চান তাকে মারবার সাধ্য কারো নেই। তাই ছোট্ট শরীরে একটি-দুটি নয়, ত্রিশটি গুলির আঘাত নিয়েও বেঁচে আছে ডগ টাউয়ের প্রিয় বিড়াল।
 


এমন আজব ঘটনায় বিস্মিত আরএসপিসিএ’র পশু চিকিৎসক অ্যাডাম জোন্স। এক্সরে রিপোর্ট দেখিয়ে তিনি বলেন, ‘একটি গুলি তার পায়ের পাতায়, একটি চোখে, দুটি কোনো রকমে তার মেরুদণ্ডের পাশ দিয়ে বেরিয়ে গেছে এবং বাকিগুলো তার দেহের বিভিন্ন অংশে লেগেছে। চোখে আঘাত করা গুলিটি সবচেয়ে মারাত্মক হওয়ায় তার একটি চোখ বাদ দিতে হবে। তবে এতগুলো গুলি দেহে নিয়ে কীভাবে বিড়ালটি বেঁচে আছে সেটাই আমাদের সকলের কাছে বিস্ময়।’

প্রিয় বিড়ালের এমন করুণ দশা দেখে বাকরুদ্ধ ডগ টাউ! তিনি বলেন, ‘পসপসকে (বিড়ালটির নাম) আমি যখন এক সপ্তাহ পরে খুঁজে পাই সে তখন একটি গাড়ির নিচে রক্তাক্ত শরীর নিয়ে ভয়ে কুঁকড়ে ছিল। আমি ভাবতে পারি না মানুষ কতটা নিষ্ঠুর হলে এই ধরনের অমানবিক কাজ করতে পারে?’  

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৯ আগস্ট ২০১৭/মারুফ/তারা

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়