ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ব্লুমফন্টেইনের টেস্টে মরকেলের জায়গায় প্যাটারসন

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১১, ৩ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ব্লুমফন্টেইনের টেস্টে মরকেলের জায়গায় প্যাটারসন

ক্রীড়া ডেস্ক: পচেফস্ট্রুমে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে ধস নামিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার পেসাররা। মন্থর উইকেটে পেস ও বাউন্স আদায় করে সফরকারীদের অলআউট করেছিল শতরানের আগেই।

বাংলাদেশের ব্যাটিং অর্ডারে শুরুতেই জোড়া আঘাত করেন পেসার মরনে মরকেল। এরপর কাগিসো রাবাদা বাকি কাজ সারেন। কিন্তু চতুর্থ দিনের শেষ বিকেলের পর বল হাতে নিতে পারেননি মরকেল। সাইড স্ট্রেইন ইনজুরিতে পড়েন পেসার মরনে মরকেল। এ ইনজুরির কারণে ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকবেন মরকেল। ব্লুমফন্টেইনে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টের জন্য মরকেলের জায়গায় প্রোটিয়া দলে ডাক পেয়েছেন কেপ কোবরাসের পেসার ড্যান প্যাটারসন। ডানহাতি পেসার এর আগে টেস্ট খেলেননি। তবে প্রোটিয়াদের হয়ে ৪টি টি-টোয়েন্টি খেলেছেন। ৮৫ প্রথম শ্রেণির ক্রিকেট খেলা প্যাটারসন উইকেট পেয়েছেন ২৮৫টি। প্রথম শ্রেণির ক্রিকেটে ৫ উইকেট পেয়েছেন দশবার। 

প্রোটিয়া দলের ম্যানেজার মোহাম্মদ মোহাম্মদ মুসাজে বলেছেন,‘মরনে মরকেল সাইড স্ট্রেইন ইনজুরিতে। সুস্থ হতে ৪-৬ সপ্তাহ প্রয়োজন। নভেম্বরে গ্লোবাল টি-টোয়েন্টি লিগ দিয়ে মাঠে ফিরবেন মরকেল।’

শুক্রবার ব্লুমফন্টেইনে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে। মঙ্গলবার দক্ষিণ আফ্রিকা দল ব্লুমফন্টেইনে যাবে।  বাংলাদেশ দল এরই মধ্যে ব্লুমফন্টেইনের পথে।

 

 

রাইজিংবিডি/ঢাকা/৩ অক্টোবর ২০১৭/ইয়াসিন/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়