ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ধারাবাহিক হতে চান মাহমুদউল্লাহ

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৪, ১৫ নভেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ধারাবাহিক হতে চান মাহমুদউল্লাহ

ক্রীড়া প্রতিবেদক : ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি পেয়েছেন নবম ইনিংসে। এরপর ৮ বছর অপেক্ষা।

নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরির পর ঢাকায় ৬৮ ইনিংস পর মাহমুদউল্লাহ পেলেন টেস্ট সেঞ্চুরি। ওয়ানডেতে মাহমুদউল্লাহ ধারাবাহিক হলেও টেস্টে তার জায়গা নড়বড়ে। জিম্বাবুয়ের বিপক্ষে সেঞ্চুরি তুলে অন্তত সাদা পোশাকে নিজের জায়গা কিছুদিনের জন্য হলেও পাকাপোক্ত করেছেন। পাশাপাশি টেস্টে সাকিবের পরিবর্তে অধিনায়কত্বের দায়িত্ব পেয়ে মাহমুদউল্লাহ এখন ফিরে পাচ্ছেন আত্মবিশ্বাস।

অধিনায়কত্বে অনুপ্রাণিত মাহমুদউল্লাহ টেস্টে নিজের জায়গা থিতু করতে চান। ধারাবাহিক রান করতে চান সাদা পোশাকে। ঢাকা টেস্টে প্রথম ইনিংসে ৩৬ ও দ্বিতীয় ইনিংসে ১০১ রান করা মাহমুদউল্লাহ জানালেন স্বস্তি পাচ্ছেন সেঞ্চুরির ইনিংসে। ২২ গজে রান করে যেতে চান এভাবে,‘হ্যাঁ কিছুটা স্তস্তি পাচ্ছি। আমার শেষ পাঁচ টেস্টে কোনো ভালো পারফরম্যান্স ছিল না, কোন হাফ সেঞ্চুরি ছিল না। আমি এই ফরম্যাটের ক্রিকেটে স্ট্রাগল করছিলাম। আমি চাচ্ছিলাম আমার জায়গাটা মূল্যায়ন করতে, কারণ অধিনায়ক হিসেবে সবসময় সামনে থেকে পারফর্ম করতে হয়। ওই দায়বদ্ধতা আমার মধ্যে ছিল। আমি দলের জন্য কন্ট্রিবিউট করতে পেরেছি। তবে আমার এখনও উন্নতির অনেক জায়গা আছে। আমি চাই এই ফরম্যাটে আরও ধারাবাহিক হতে।’

শুধু মাহমুদউল্লাহ না ঢাকা টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন ব্যাটসম্যানরা। ঢাকা টেস্টের আগে আট ইনিংসে দলের রান দুই’শ ছাড়ায়নি। সেখানে প্রথম ইনিংসে ৭ উইকেটে ৫২২ রান তুলে বাংলাদেশ। মুশফিকুর রহিমের ২১৯, মুমিনুল হকের ১৬১ রানের পাহাড় সমান পুঁজি পায় বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে মাহমুদউল্লাহর ১০১ রানে বাংলাদেশ ৪৪৩ রানের টার্গেট দেয় জিম্বাবুয়েকে। ব্যাট হাতে মিডল অর্ডার ব্যাটসম্যানরা রান করলেও টপ অর্ডার ব্যর্থ। শেষ ২০ ইনিংসে টপ অর্ডারে কোনো সেঞ্চুরির জুটি নেই। তাইতো ব্যাটিংয়ে উন্নতি চান মাহমুদউল্লাহ। 

‘ক্রিকেট খেলাটাই এমন, আপনি যদি এক’শ করেন কিংবা দুই’শ পঞ্চাশ করেন তারপরও ব্যক্তিগতভাবে মনে হবে আমার এই জায়গাতে কাজ করা দরকার। কারো যদি সুইং, স্পিন কিংবা সুইপ শটে দূর্বলতা থাকে সেখানে উন্নতি করার সুযোগ থাকে।আমরা ওয়েস্ট ইন্ডিজ সিরিজে নামব, ব্যাটসম্যানদের জন্য এটা ভালো একটা কামব্যাক। ব্যাটসম্যানদের জন্য ভালো হয়েছে, অনেকেই ভালো করেছে। সবাই একসঙ্গে ভালো করবে না। কখনো টপঅর্ডার রান করবে, কখনো মিডল অর্ডার রান করবে। যার যার পজিশন থেকে সবাই চেষ্টা করছে। সবাই ট্রেনিং সেশনগুলোতে চেষ্টা করছে।সব পজিশনেই ব্যাটসম্যানদের আরও উন্নতি করতে হবে।’



রাইজিংবিডি/ঢাকা/১৫ নভেম্বর ২০১৮/ইয়াসিন/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়