ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী আর নেই

সাইফ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৩, ২৫ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী আর নেই

রাইজিংবিডি ডেস্ক : চলে গেলেন কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। মঙ্গলবার বেলা ১২টা ২৫ মিনিটে দক্ষিণ কলকাতার মুকুন্দপুরে একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি। বয়স হয়েছিল ৯৪।

চিকিৎসকেরা জানিয়েছেন, বেশ কিছু দিন ধরেই বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন তিনি। সোমবার সকালে তার হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়।

এদিকে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।

নীরেন্দ্রনাথ চক্রবর্তী একজন ভারতীয় বাঙ্গালি কবি। বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে আবির্ভুত আধুনিক বাংলা কবিদের অন্যতম। উলঙ্গ রাজা তার অন্যতম বিখ্যাত কাব্যগ্রন্থ। এই গ্রন্থ  লেখার জন্য তিনি ১৯৭৪ সালে সাহিত্য অাকাদেমি পুরস্কার পান।

১৯৫৪ সালে তার প্রথম কবিতার বই নীল নির্জন প্রকাশিত হয়। তার উল্লেখযোগ্য কবিতার মধ্যে রয়েছে, ‘অন্ধকার বারান্দা’, ‘নিরক্ত করবী’, ‘নক্ষত্র জয়ের জন্য’, ‘আজ সকালে’।

সূত্র : বেঙ্গলি নিউজ, আনন্দবাজার



রাইজিংবিডি/ঢাকা/২৫ ডিসেম্বর ২০১৮/সাইফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়