ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে তামিম

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩০, ১৯ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে তামিম

ক্রীড়া ডেস্ক : চ্যাম্পিয়নস ট্রফির পর্দা নেমেছে রোববার। আজ সোমবার দল ও খেলোয়াড়দের র‌্যাঙ্কিং প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। আইসিসি প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে নিজের ক্যারিয়ারের সেরা অবস্থানে উঠে এসেছেন তামিম ইকবাল।

চ্যাম্পিয়নস ট্রফিতে ব্যাট হাতে দারুন পারফরম্যান্স করে র‌্যাঙ্কিংয়ের ১৬তম স্থানে উঠে এসেছেন এই ওপেনার। তার বর্তমান রেটিং পয়েন্ট ৬৮৭। তামিমের পরে ২২তম অবস্থানে রয়েছে মুশফিকুর রহিম। মুশফিকের রেটিং পয়েন্ট ৬৩৪। ৮৬৫ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডে ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে অবস্থান করছেন বিরাট কোহলি। ৮৬১ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ডেভিড ওয়ার্নার।

তামিম ইকবাল আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ব্যাট হাতে ২৯৩ রান করেন। যেখানে একটি সেঞ্চুরির পাশাপাশি দুটি হাফ সেঞ্চুরিও ছিল। ইংল্যান্ডের বিপক্ষে তামিম করেন ১২৮ রান। এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে করেন ৯৫ রান। সবশেষ ভারতের বিপক্ষে সেমিফাইনালে করেন ৭০ রান।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৯ জুন ২০১৭/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়