ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

কাশ্মীরে মন্ত্রীর গাড়ি লক্ষ্য করে হামলা, নিহত ৩

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৮, ২১ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কাশ্মীরে মন্ত্রীর গাড়ি লক্ষ্য করে হামলা, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক : ভারত শাসিত কাশ্মীরের পুলওয়ামা জেলার ত্রালে সন্ত্রাসী হামলায় তিন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছেন ১২ জন নিরাপত্তরক্ষী। বৃহস্পতিবার সকালে জম্মু ও কাশ্মীরের মন্ত্রী নইম আখতারের গাড়ির বহরকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়।

এ ঘটনায় মন্ত্রী প্রাণে বেঁচে গেলেও আহত হয়েছেন তার গাড়ির চালক। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি অনলাইন এ তথ্য জানিয়েছে।

সন্ত্রাসীরা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত বাসস্ট্যান্ডে দুটি গ্রেনেডের বিস্ফোরণ ঘটায়। এরপরই হামলাকারীরা ভীড়ের সুযোগে পালিয়ে যায়।

ভারতীয় বার্তা সংস্থা আইএএনএস পুলিশ সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, সন্ত্রাসীদের খোঁজে পুরো এলাকা ঘিরে চিরুণী তল্লাশি চালাচ্ছে নিরাপত্তা বাহিনী।

কয়েকটি সূত্র জানিয়েছে, আহতদের মধ্যে চারজন পুলিশকর্মী ও আটজন আধা সামরিক বাহিনীর কর্মী রয়েছেন। নিহত তিনজন কলেজে ছাত্র।



রাইজিংবিডি/ঢাকা/২১ সেপ্টেম্বর ২০১৭/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ