ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

আগাম নির্বাচনের ঘোষণা জাপানের প্রধানমন্ত্রীর

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৩, ২৫ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আগাম নির্বাচনের ঘোষণা জাপানের প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক : মেয়াদ শেষ হওয়ার এক বছর আগে সাধারণ নির্বাচনের ডাক দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। আর এজন্য আগামী বৃহস্পতিবার তিনি পার্লামেন্টে ভেঙে দিচ্ছেন । সোমবার বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রধানমন্ত্রী আবে বলেছেন, উত্তর কোরিয়াকে ঘিরে চলমান সংকটের কারণে তিনি নতুন করে জনগণের মনোনয়ন চান। গত গ্রীষ্মের পর জনপ্রিয়তা বাড়ায় এবং বিরোধীদলে যখন বিশৃঙ্খল অবস্থা চলছে ঠিক তখনেই আবে নতুন নির্বাচনের এ ঘোষণা দিলেন।

আবে নির্বাচনের কোনো তারিখ এখনও নির্ধারণ করেননি। তবে জাপানের গণমাধ্যম জানিয়েছে ২২ অক্টোবর নির্বাচন হতে পারে।

টেলিভিশনে প্রচারিত সংবাদ সম্মেলনে জাপানি প্রধানমন্ত্রী বলেছেন, ‘আমি ২৮ সেপ্টেম্বর পার্লামেন্টের নিম্নকক্ষ ভেঙে দেব।’

বিশ্লেষকরা জানিয়েছেন, আবে এই আগাম নির্বাচন ঘোষণার মাধ্যমে বেড়ে যাওয়া জনসমর্থন ও বিরোধী দলের দুর্বলতার সুযোগকে কাজে লাগাতে চাইছেন। জুলাইয়ে আবের জনসমর্থন যেখানে ছিল মাত্র ৩০ শতাংশ, সেখানে সেপ্টেম্বরে এটি বেড়ে প্রায় ৫০ শতাংশে দাঁড়িয়েছে।

জাপানি দৈনিক নিক্কে এক জরিপে দেখিয়েছে, ৪৪ শতাংশ ভোটারের আবের দল কনজারভেটিভ লিবারেল ডেমোক্রেটিক পার্টিকে ভোট দেওয়ার পরিকল্পনা রয়েছে। আর বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি ভোট পেতে পারে মাত্র আট শতাংশ।



রাইজিংবিডি/ঢাকা/২৫ সেপ্টেম্বর ২০১৭/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়