ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

আফরিন দখল করেছে তুরস্ক

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৫, ১৮ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আফরিন দখল করেছে তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক : তুর্কি সেনাবাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী ফ্রি সিরিয়ান আর্মি (এফএসএ) সিরিয়ার কুর্দি অধ্যুষিত শহর আফরিনের পুরোটাই দখল করেছে। রোববার তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান এ তথ্য জানিয়েছেন।

এর আগে আফরিনের দখল ছিল কুর্দি সেনাদের হাতে। সীমান্তবর্তী এই শহরটি দখল করতে দুই মাস ধরে অভিযান চালাচ্ছিল তুর্কি সেনারা। পাশপাশি এফএসএকে সহায়তা দিয়ে যাচ্ছিল সেনারা। হামলা শুরু হওয়ার পর শহরটি থেকে ১ লাখ ৫০ হাজারেরও বেশি বেসামরিক নাগরিক পালিয়ে গেছে। মানবাধিকার কর্মীরা জানিয়েছেন, এ পর্যন্ত ২৮০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। তবে তুরস্ক এ অভিযোগ অস্বীকার করেছে।

এরদোয়ান বলেছেন, ‘আজ সকালে ফ্রি সিরিয়ান আর্মির ইউনিট সিরিয়ার কুর্দি শহর আফরিনের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে।’

রোববার তুর্কি সেনাবাহিনী টুইটারে এক বিবৃতিতে বলেছে, ‘তুর্কি সেনাবাহিনী ও ফ্রি সিরিয়ান আর্মি আফরিনের কেন্দ্রীয় শহরের নিয়ন্ত্রণ নিয়েছে।’ বিশেষজ্ঞরা এখন ভূমিমাইন ও ওই এলাকায় পুঁতে রাখা অন্যান্য বিস্ফোরক খোঁজার কাজ করছেন।



রাইজিংবিডি/ঢাকা/১৮ মার্চ ২০১৮/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়