ঢাকা     বৃহস্পতিবার   ০৯ মে ২০২৪ ||  বৈশাখ ২৬ ১৪৩১

পেশাদার আচরণ করতে হবে : আইজিপি

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৪, ৬ মে ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পেশাদার আচরণ করতে হবে : আইজিপি

নিজস্ব প্রতিবেদক : পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, সৌহার্দ্যপূর্ণ আন্তঃবাহিনী সম্পর্ক বজায় রেখে দায়িত্ব পালন এবং পেশাদার আচরণ করতে হবে।

একই সঙ্গে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার উদ্ভব হলে তা ধৈর্যের সঙ্গে মোকাবিলা করতে তিনি পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।

রোববার সকালে পুলিশ সদরদপ্তরে এক সভায় আইজিপি আরো বলেন, ‘পেশাগত দায়িত্ব পালনে সব বাহিনীর সদস্যদের সঙ্গে পারস্পরিক সৌহার্দ্য ও শ্রদ্ধাবোধ বজায় রেখে পেশাদার আচরণ করতে হবে। অপ্রীতিকর ঘটনার উদ্ভব হলে আইন ও বিধি মোতাবেক ধৈর্যের সঙ্গে মোকাবিলা করে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আর পুলিশ সদরদপ্তর থেকে জারি করা নির্দেশনা যথা যথভাবে পালন করতে হবে।’

এ সময় তিনি অফিসার ও ফোর্সকে অবহিত করার জন্য পুলিশের সব ইউনিট প্রধানদের নির্দেশ দেন। একই সঙ্গে কোনো ধরনের সমস্যা হলে তা দ্রুত জানাতে বলেন তিনি।




রাইজিংবিডি/ঢাকা/৬ মে ২০১৮/মাকসুদ/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়