ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

দুই মাসে এডিপি বাস্তবায়ন ৩ দশমিক ৮৬ শতাংশ

মিথুন/আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২১, ৬ সেপ্টেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
 দুই মাসে এডিপি বাস্তবায়ন ৩ দশমিক ৮৬ শতাংশ

নিজস্ব প্রতিবেদক : চলতি অর্থবছরের প্রথম দুই মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন হয়েছে ৩ দশমিক ৮৬ শতাংশ।

 

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলনকক্ষে একনেকের বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের এসব কথা জানান।

 

তিনি বলেন, চলতি অর্থবছরের দুই মাসে এডিপি বাস্তবায়ন হয়েছে ৩ দশমিক ৮৬ শতাংশ। যা গত অর্থবছরের জুলাই ও আগস্ট মাসে ছিল ৩ শতাংশ।

 

একেনেকের বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে পরিকল্পনাসচিব তারিক-উল-ইসলাম, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব কানিজ ফাতেমা এবং সাধারণ অর্থনৈতিক বিভাগের সিনিয়র সদস্য ড. শামসুল ইসলাম এ সময় ছিলেন।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/৬ সেপ্টেম্বর ২০১৬/মিথুন/আরিফ সাওন/এসএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়