ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

পাইপ পরিষ্কারের সবচেয়ে সহজ ‍উপায়

মনিরুল হক ফিরোজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৩, ৫ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পাইপ পরিষ্কারের সবচেয়ে সহজ ‍উপায়

প্রতীকী ছবি

লাইফস্টাইল ডেস্ক : বেসিন বা রান্না ঘরের কলের পাইপ ময়লা জমে বন্ধ হয়ে যাওয়াটা খুবই ভোগান্তিকর একটি ব্যাপার। কেননা এর ফলে তা তখন ব্যবহারের অনুপযোগী হয়ে ওঠে। কলের পাইপ পরিষ্কারের জন্য ডাকতে হয় মিস্ত্রিকে, খরচ হয় পকেটের টাকা।

কিন্তু এ কাজে মিস্ত্রির পেছনে এক পয়সাও ব্যয় না করে, খুব সহজ ও কার্যকর উপায়ে চাইলে আপনি পাইপের ময়লা পরিষ্কার করতে পারেন। এমনকি এর জন্য ঘরোয়া কোনো সরঞ্জাম কেনার পেছনেও টাকা খরচ করতে হবে না। বরঞ্চ ঘরোয়া উপাদানের মাধ্যমেই পাইপ পরিষ্কার করা সম্ভব। বেকিং সোডা, সাদা ভিনেগার ও গরম পানি ব্যতীত আর কিছুই লাগবে না।

এক কাপের এক তৃতীয়াংশ পরিমান বেকিং সোডা পাইপের মুখে ঢেলে দিন। এরপর এক কাপের এক তৃতীয়াংশ পরিমান সাদা ভিনেগার ঢেলে দিন। কিছু সময় পরে গরম পানি পাইপের মধ্যে ঢালুন।

পাইপে আটকে থাকা খাবারের অবশিষ্টাংশ, চর্বি জাতীয় পদার্থ এবং অন্যান্য আবর্জনা পরিষ্কার করবে এই কার্যকর কৌশলটি।



তথ্যসূত্র : লিফটার



রাইজিংবিডি/ঢাকা/৫ জুলাই ২০১৭/ফিরোজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়