ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

যুব এশিয়া কাপে বাংলাদেশের দল ঘোষণা

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৪, ২৮ আগস্ট ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
যুব এশিয়া কাপে বাংলাদেশের দল ঘোষণা

ক্রীড়া প্রতিবেদক : সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ-২০১৮। এবারের এই আসরের আয়োজক বাংলাদেশ। চট্টগ্রাম ও কক্সবাজারে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট।

যুব এশিয়া কাপকে সামনে রেখে আজ মঙ্গলবার ২৩ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাদের নিয়ে ৩০ আগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত অনুশীলন ক্যাম্প হবে।

২৩ সদস্যের প্রাথমিক দল :
ওপেনার :
১. মো. প্রান্তিক নওরোসি
২. সাজিদ হাসান
৩. প্রীতম কুমার
৪. তানজিদ হাসান তামিম

মিডল অর্ডার :
৫. পারভেজ হোসেন ইমন
৬. তৌহিদ হৃদয়
৭. মাহমুদুল হাসান জয়
৮. অমিত হাসান
৯. শামীম পাটোয়ারী
১০. মো. আকবর আলী।

স্পিন বোলার :
১১. রাকিবুল হাসান
১২. মিনহাজুর রহমান
১৩. নাইম হাসান সাকিব

অলরাউন্ডার :
১৪. শাহদাত হোসেন দিপু
১৫. রশিদ হোসেন
১৬. মো. মৃত্যুঞ্জয় চৌধুরী
১৭. অভিষেক দাস অরণ্য
১৮. তানজিল হোসেন সাকিব।

পেসার :
১৯. মো. রুয়েল আহমেদ
২০. শরিফুল ইসলাম
২১. আসাদুল্লাহ হিল গালিব
২২. শাহিন আলম
২৩. মেহেদী হাসান।



রাইজিংবিডি/ঢাকা/২৮ আগস্ট ২০১৮/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ