ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

শিক্ষার্থীদের সংবর্ধনার নিবন্ধন ১১ জুলাই পর্যন্ত

আবু বকর ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৬, ৪ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শিক্ষার্থীদের সংবর্ধনার নিবন্ধন ১১ জুলাই পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক : ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্যদের মধ্যে যাদের সন্তান ২০১৬ সালের প্রাথমিক সমাপনী পরীক্ষা (পিইসি) ও জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদের সংবর্ধনা দেবে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।

সংবর্ধনার জন্য আগামী ১১ জুলাই মঙ্গলবারের মধ্যে ডিআরইউ কার্যালয়ে নাম জমা দিয়ে নিবন্ধন করতে হবে।

ডিআরইউ থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিআরইউ সদস্যদের কৃতি সন্তানদের উৎসাহিত করতে প্রতিবছরের মতো এবারো সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। একইসঙ্গে তাদের বৃত্তিও প্রদান করা হবে। পিইসি ও জেএসসি পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৪.৫ প্রাপ্তদের এ সংবর্ধনা দেওয়া হবে। এর জন্য শিক্ষার্থীদের ট্রান্সক্রিপ্ট/সার্টিফিকেটের ফটোকপিসহ আগামী ১১ জুলাই মঙ্গলবারের মধ্যে ডিআরইউ কার্যালয়ে জমা দিয়ে নিবন্ধন করতে হবে।

সংবর্ধনা অনুষ্ঠানের তারিখসহ বিস্তারিত সূচি পরবর্তীকালে জানানো হবে।



রাইজিংবিডি/ঢাকা/৪ জুলাই ২০১৭/ইয়ামিন/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়