ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

গণমাধ্যমকে এগিয়ে আসার আহ্বান

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৫, ১ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গণমাধ্যমকে এগিয়ে আসার আহ্বান

নিজস্ব প্রতিবেদক : সচেতনতার সৃষ্টির মাধ্যমে ব্রেস্ট ক্যানসার প্রতিরোধে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন সম্ভব। এজন্য গণমাধ্যমকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।

শুক্রবার সকালে ঢাকার সোনারগাঁও হোটেলে আন্তর্জাতিক ব্রেস্ট ক্যানসার সম্মেলনের উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। এ সম্মেলনের আয়োজন করে ব্রেস্ট ক্যানসার স্টাডি ফোরাম ও সোসাইটি অফ সার্জন বাংলাদেশ।

ক্যানসার বিশেষজ্ঞ অধ্যাপক ডা. কামরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধনী পর্বে বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. কামরুল হাসান খান।

ইকবাল সোবহান চৌধুরী বলেন, বিভিন্ন জটিল-কঠিন রোগ প্রতিরোধে বাংলাদেশের অর্জন অনেক। ব্রেস্ট ক্যানসারের মতো রোগও বাংলাদেশ প্রতিরোধ করতে পারবে। এক্ষেত্রে গণমাধ্যমকে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভিসি কামরুল হাসান খান বলেন, নারীর ক্ষমতায়ন এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ব্রেস্ট ক্যানসার মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

সম্মেলনে ৫টি বৈজ্ঞানিক অধিবেশনে ব্রেস্ট ক্যানসার চিকিৎসার বিভিন্ন চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়।




রাইজিংবিডি/ঢাকা/১ ডিসেম্বর ২০১৭/সাওন/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়