ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

কাফি আহত হওয়ার ঘটনায় ডিআরইউয়ের উদ্বেগ

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৮, ১৭ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কাফি আহত হওয়ার ঘটনায় ডিআরইউয়ের উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রাক্তন  প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দৈনিক মানবজমিনের বিশেষ প্রতিনিধি কাফি কামাল আহত হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে ডিআরইউ।

ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি ইলিয়াস হোসেন ও সাধারণ সম্পাদক কবির আহমেদ খান রোববার এক বিবৃতিতে এ ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানান।

ডিআরইউ নেতৃবৃন্দ, ওই ঘটনা দ্রুত সনাক্ত করে বিচারের মুখোমুখি করতে আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।

প্রসঙ্গত, শনিববার বিকেলে জাতীয় প্রেসক্লাব থেকে কাকলী যাওয়ার পথে বনানীর সৈনিক ক্লাবের কাছে এ দুর্ঘটনা ঘটে। কাফি কামাল পাঠাওয়ের মোটরসাইকেলে করে সৈনিক ক্লাবের কাছে পৌঁছালে তার মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায় একটি মাইক্রোবাস। কাফি কামাল ছিটকে পাশের একটি বাসের কাছে গিয়ে পড়েন। এতে তার হাত-পায়ের কয়েক জায়গায় জখম হলেও হেলমেটের কারণে বড় ধরনের বিপদ থেকে বেঁচে গেছেন তিনি। মোটরসাইকেলের চালক সৌরভ মাহমুদও আহত হয়েছেন। মোটরসাইকেলটিও ক্ষতিগ্রস্ত হয়েছে।

পরে জীবনের নিরাপত্তাহীনতার আশঙ্কার কথা উল্লেখ করে বনানী থানায় একটি জিডি (নম্বর-৯৩৭) করেন কাফি কামাল।



রাইজিংবিডি/ঢাকা/১৭ মার্চ ২০১৯/আসাদ/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়