ঢাকা     বুধবার   ০৮ মে ২০২৪ ||  বৈশাখ ২৫ ১৪৩১

প্রথমবার মুখোমুখি সেরেনা ও ফেদেরার

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৮, ৩১ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রথমবার মুখোমুখি সেরেনা ও ফেদেরার

ক্রীড়া ডেস্ক : প্রথমবারের মতো টেনিস কোর্টে মুখোমুখি হচ্ছেন দুই গ্রেট সেরেনা উইলিয়ামস ও রজার ফেদেরার।

পার্থে মঙ্গলবার হপম্যান কাপে মিশ্র দ্বৈতের গ্রুপ পর্বে মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র ও সুইজারল্যান্ড। যুক্তরাষ্ট্রের হয়ে সেরেনা জুটি বাঁধবেন ফ্র্যান্সেস টিফোয়ের সঙ্গে। সুইজারল্যান্ডের ফেদেরার জুটি গড়বেন বেলিন্ডা বেনচিচের সঙ্গে।

ফেদেরার ও সেরেনা দুজনেরই এখন ৩৭ বছর বয়স চলছে। দুজনের সম্মিলিত গ্র্যান্ড স্লাম শিরোপার সংখ্যা ৪৩টি।

ম্যাচটা নিয়ে বেশ রোমাঞ্চিত ফেদেরার, ‘দুজনের জন্যই এটি বেশ রোমাঞ্চকর। আশা করি, অনেক টেনিস সমর্থক ম্যাচটা দেখবে ও শুনবে।’

অন্যদিকে সেরেনা বলেছেন, ‘এটি স্বপ্ন সত্যি হওয়ার মতো ব্যাপার। আমি ম্যাচটার জন্য মুখিয়ে আছি।’

সুইজারল্যান্ড হপম্যান কাপে মিশ্র দ্বৈতের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। গত জানুয়ারিতে পার্থে শিরোপা জিতেছিলেন ফেদেরার ও বেনচিচ জুটি।

টুর্নামেন্টে ছেলে ও মেয়েদের এককেও অংশ নেবেন ফেদেরার ও সেরেনা।



রাইজিংবিডি/ঢাকা/৩১ ডিসেম্বর ২০১৮/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়